সিলেটে হামলায় আহত ছাত্রলীগ কর্মী শাহীনের ডান হাত কেটে ফেলা হয়েছে
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০১৭
ডেস্ক রিপোর্ট: সিলেটের সুবহানীঘাটের জালালাবাদ কলেজের সামনে হামলায় আহত ছাত্রলীগ কর্মী শাহীনের ডান হাত কেটে ফেলা হয়েছে। গতকাল বিকেল ৩টায় রাজধানীর পঙ্গু হাসপাতালে শাহীনের হাত কেটে ফেলে দেয়া হয়। সোমবার সিলেটের সুবহানীঘাটের জালালাবাদ কলেজের সামনে সিলেট ছাত্রলীগের রাহাত গ্রুপের কর্মী শাহীন আহমদ ও আসিফকে চাপাতি দিয়ে নির্মমভাবে কোপায় হেলমেট পড়া সন্ত্রাসীরা।
এ ঘটনার জন্য শিবিরকে দায়ী করেছে ছাত্রলীগ। ঘটনার পর শাহীনকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে বিকেলে তাকে বিশেষ ব্যবস্থায় অ্যাম্বুলেন্সযোগে পাঠানো হয় ঢাকার পঙ্গু হাসপাতালে। রাতে পঙ্গু হাসপাতালের ডাক্তাররা শাহীনের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন। গতকাল সকালে ডাক্তাররা সিদ্ধান্ত দেন শাহীনের ডান হাত কেটে ফেলতে হবে। দুপুরের দিকে ডাক্তাররা শাহীনের হাতে অস্ত্রোপচার করেন।
পঙ্গু হাসপাতাল ও ঢাকা হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক ডা. এনায়েতুল্লাহ, ডা. মাহবুব ও ডা. মামুনের অধীনে চিকিৎসাধীন রয়েছে শাহীন। সিলেট সদর উপজেলার পীরপুর টুকেরবাজারের নূর মিয়ার ছেলে শাহীন আহমদ মদনমোহন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।