জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকে’র প্রতিবাদ সভা : সিলেটবাসী সম্পর্কে বক্তব্য অসত্য, শিষ্টাচার বহির্ভুত
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০১৭
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইক সম্প্রতি সিলেটকে নিয়ে যে মন্তব্য করেছেন তার প্রতিবাদে ও বক্তব্য প্রত্যাহারের দাবিতে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকে’র উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ আগস্ট শুক্রবার পূর্ব লন্ডনের ইম্প্রেশন ইভেন্ট হলে সংগঠনের সভাপতি আশিকুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মইন উদ্দীন আনছারের পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ আনিসুর রহমান। প্রতিবাদ সভায় বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইক সিলেটবাসীর উপর ভিসা জালিয়াতির যে অভিযোগ করেছেন তা অসত্য ও বিব্রতকর। বক্তারা বলেন, একজন কুটনিতিকের জন্য এ ধরনের মন্তব্য অযৌক্তিক ও তা কোনোভাবে শিষ্টাচারের মধ্যে পড়ে না। বক্তারা অবিলম্বে অ্যালিসন ব্লেইককে তাঁর এই বক্তব্য প্রত্যাহারের জোর দাবি জানান।
প্রতিবাদ সভায় ব্যারিস্টার নাজির আহমেদ বলেন, সিলেট থেকে জমা দেওয়া যেসকল আবেদন প্রত্যাখ্যান করা হয় তার প্রায় ৯৯ শতাংশ প্রত্যাখ্যান করা হয় এ কথা বলে যে, আবেদকারী ইউকে গেলে আর দেশে ফেরত যাবে না। এক শতাংশের চেয়ে কম আবেদন প্রতারণামূলক কাগজপত্র জমা দেয়ার অভিযোগে প্রত্যাখ্যান করা হয়ে থাকে। এই অভিযোগের ৯৯ শতাংশও কোর্টে গিয়ে সত্য নয় বলে প্রমাণিত হয়। সুতরাং হাইকমিশনারের মতো একজন উচ্চপদস্থ ব্যক্তি কোন যুক্তি বা প্রমাণের ভিত্তিতে ‘সিলেট থেকে সবচেয়ে বেশি জাল কাগজ জমা দেয়া হয়’ মন্তব্য করেন তা বুঝে আসেনা।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লন্ডন লাউটন কাউন্সিলের মেয়র সৈয়দ মুহিবুর রহমান, বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন ইউকের সাবেক সেক্রেটারি জেনারেল হাজি আলাউদ্দিন, জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সিনিয়র সহ সভাপতি হিরণ মিয়া, ভাইস চেয়ার জাহাঙ্গীর খান, ট্রেজারার মানিকুর রহমান, জয়নাল আবেদীন খান, জামাল মিয়া, কবি বরাজেও চৌধুরী, মজির উদ্দীন, মাওলানা মুহমুদুল হাসান, ফারুক মিয়া, রিয়াজ উদ্দিন, আব্দুস সালাম, মাহতাব উদ্দিন, ড. এমএন আলম, আবু সুফিয়ান তালুকদার, এম এ গনি, কাজী বাবর, ড. মালিক চৌধুরী প্রমূখ। সংবাদ বিজ্ঞপ্তি