খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ জানালো যুক্তরাজ্য বিএনপি
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০১৭
লন্ডন, ১১ আগস্ট : বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার লন্ডন সফরকে ঘিরে খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নানামুখী প্রোপাগান্ডা ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যুক্তরাজ্য বিএনপি। গত ৩ আগস্ট বৃহস্পতিবার পূর্ব লন্ডনে যুক্তরাজ্য বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে প্রতিবাদ জানান যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ। তাঁরা বলেন, বাংলাদেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জনগণকে সাথে নিয়ে রাজনীতি করেন। বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। এই দলকে ভিন্ন কোন দেশ বা গোষ্ঠীর সাথে বৈঠক করে ক্ষমতায় আসতে হয়নি। সর্বদা জনগণের সমর্থন নিয়ে দেশের সেবা করেছে। সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যম ও অনলাইনে প্রকাশিত এসব সংবাদ সম্পূর্ণ মিথ্যা, সাজানো, বানোয়াট ও কাল্পনিক। এগুলো আওয়ামী লীগের সাজানো নাটক ও দেউলিয়া রাজনীতির বহিঃপ্রকাশ ।
তাঁরা বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ৩০ জুলাই সংবাদ সম্মেলনে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এসব মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও কাল্পনিক খবর প্রকাশে বিরত থাকতে সংবাদ মাধ্যমকে আহ্বান জানিয়েছেন । দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা জন্য লন্ডনে অবস্থান করছেন। চিকিৎসা শেষ হলেই দেশ ফিরবেন। অপর দিকে গত ১ আগস্ট দৈনিক ইত্তেফাকের রিপোর্টার আনোয়ার আলদীন কর্তৃক ইত্তেফাকে প্রকাশিত রিপোর্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। তিনি বলেন, ‘আমার বরাত দিয়ে প্রকাশিত রিপোর্টটি সম্পূর্ণ মিথ্যা, সাজানো, বানোয়াট ও কাল্পনিক। আমার সাথে উক্ত সাংবাদিকের যোগাযোগ হয়নি। এ রকম হলুদ সাংবাদিকতা থেকে বিরত থাকতে তিনি অনুরোধ জানান। অন্যথায় সংবাদপত্রের মান নিয়ে জনগণের মধ্যে প্রশ্নের উদ্বেগ সৃষ্টি হবে। তিনি বলেন, ‘উক্ত রিপোর্টারের বিরুদ্ধে যুক্তরাজ্য বিএনপি আইনি প্রক্রিয়া গ্রহনের প্রস্তুতি নিচ্ছে’।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের পরিচালনায় প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল হামিদ চৌধুরী, কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি ব্যারিস্টার একেএম কামরুজ্জামান, যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক নাসিম আহমেদ চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সহ সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, ড. মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক শামিম আহেমদ, লন্ডন মহানগর বিএনপির সভাপতি তাজুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সদস্য মিসবাউজ্জামান সোহেল, যুব বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ খান হেভেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তাজবির চৌধুরী শিমুল, সহ-দপ্তর সম্পাদক সেলিম আহমেদ, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহিদ গাজী, সদস্য মিসবাহ চৌধুরী রাসেল, লুবায়েক আহমেদ চৌধুরী, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি লিটন, জাসাস সভাপতি এম এ সালাম, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মিসবাহ বিএস চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল হোসেন, লন্ডন মহানগর বিএনপির সহ সভাপতি আবদুল রব, সাংগঠনিক সস্পাদক খালেদ চৌধুরী, নর্থ ওয়েস্ট বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সিনিয়র সহ সভাপতি আব্দুস শহীদ, বিএনপি নেতা মাওলানা শামিম, লন্ডন মহানগর বিএনপির প্রচার সস্পাদক মঈনুল ইসলাম, দপ্তর সস্পাদক নজরল ইসলাম মাসুক, সহ অর্থ সস্পাদক জিয়াউর রহমান, জামাল উদ্দিন, আবু তালেব, মোঃ রিয়াজুল হক, মাকসুদুর রহমান, শফিকুল ইসলাম, যুক্তরাজ্য যুবদল নেতা আব্দুল হক রাজ, আফজাল হোসেন, মাহমুদুল হাসান, স্বেচ্ছাসেবক দল নেতা আজিম উদ্দিন, জাসাস নেতা এমাদুর রহমান এমাদ, হাবিবুর রহমান বাবলু, শফিউল আলম মুরাদ, মন্সুর হোসেন, শফিকুল ইসলাম, আহমেদ আল হৃদয়, রেজাউল হক প্রমূখ।