অনুমতি পেলে হজ করতে যাবেন মেয়র আরিফ
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০১৭
সিলেট প্রতিনিধি: অনুমতি পেলে হজ করতে যাবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২৪ আগস্ট তিনি হজ করতে সৌদি আরবে যাবেন।
এ বিষয়ে আরিফুল হক চৌধুরী গণমাধ্যমকে জানান, হজে যেতে তিনি এরই মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করেছেন। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে তিনি হজে যাবার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ২০১৩ সালে ১৫ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী। পরে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার এজাহারভূক্ত আসামী হিসেবে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করেন আরিফ। ওইদিন আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন। ২০১৫ সালের ৭ জানুয়ারি তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এরপর ২৭ মাস তিনি ক্ষমতার বাইরে ছিলেন। গত ৬ এপ্রিল উচ্চ আদালতের নির্দেশে তিনি ফের মেয়রের দায়িত্ব গ্রহণ করেন।