জাদেজাকে সরিয়ে আবারও শীর্ষে সাকিব
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০১৭
দেশ, ১৫ আগস্ট: নিষেধাজ্ঞার কারণে শ্রীলঙ্কার বিপক্ষের সিরিজের শেষ টেস্টে মাঠে নামা হয়নি এক সপ্তাহ আগেই সাকিবকে সরিয়ে অলরাউন্ডারদের শীর্ষে ওঠা জাদেজা। তবে এক সপ্তাহ না যেতেই শীর্ষস্থান হারালেন ভারতীয় এই তারকা। জাদেজাকে সরিয়ে আবারও নিজের হারানো স্থান ফিরে পেয়েছেন সাকিব।
পাল্লেকেলে সিরিজের শেষ টেস্ট না খেলায় ৮ রেটিং পয়েন্ট কমেছে জাদেজার। ফলে ৪৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে জাদেজা। আর ৪৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে ওঠে গেছে টাইগার অলরাউন্ডার। তবে বোলারদের শীর্ষস্থানটা ঠিকই ধরে রেখেছে ভারতীয় এই বোলার।
এদিকে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে কোনো পরিবর্তন হয়নি। ভারতীয় পেসার মোহাম্মদ শামি ও উমেশ যাদব এক ধাপ করে এগিয়ে যথাক্রমে ১৯তম ও ২১তম স্থানে আছেন।