লন্ডনে আইসিইউ’তে মেয়র আনিসুল হক
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০১৭
ডেস্ক রিপোর্ট: মস্তিষ্কজনিত সমস্যার কারণে লন্ডনের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক । চার দিন ধরে তিনি হাসপাতালটিতে ভর্তি। এক মুঠোফোন বার্তায় গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান মেয়রের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান।
ওই বার্তায় বলা হয়, মস্তিষ্কজনিত রোগে আক্রান্ত হয়েছেন মেয়র আনিসুল হক। তাঁর এই অসুখ বাংলাদেশে ধরা না পড়লেও তিনি প্রায় দুই মাস যাবৎ একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকেরা তাঁকে স্টেরয়েডসহ বিভিন্ন ওষুধ দিয়েছেন। তিনি এখন আইসিউতে আছেন।
আনিসুল হক ‘সেরিবেল ভ্যাসকিউলিটিস’ নামে মস্তিষ্কজনিত রোগে আক্রান্ত হয়েছেন। গত দুই মাস ধরে তিনি এ রোগে ভুগছেন বলে নিশ্চিত করেন মেয়রের স্বজনরা।
২৮ জুলাই থেকে পারিবারিক কাজে লন্ডনে আছেন তিনি। গত সোমবার তার দেশে ফেরার কথা থাকলেও অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।