বড়লেখা উপজেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, এম. জুবের আহমদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০১৭
সিলেট প্রতিনিধি: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৩ ডিসেম্বর রোববার যুবলীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। এর আগে দীর্ঘ ১৩ বছর পর গত বছরের ২৯ নভেম্বর বড়লেখা উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিল অধিবেশনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে মোহাম্মদ তাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে মো. কামাল হোসেন নির্বাচিত হন।
পূর্ণাঙ্গ কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন উত্তর শাহবাজপুর ইউনিয়নের কৃতি সন্তান, উপজেলা যুবলীগের সাবেক সদস্য, শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিবাবক সদস্য ও বড়লেখা দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক এম. জুবের আহমদ। এবং সহ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন শাহবাজপুরের ওয়াহিদুজ্জামান টিপু।
৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা হলেন- সভাপিত মোহাম্মদ তাজ উদ্দিন, সহ সভাপতি আবু আহমদ হামিদুর রহমান শিপলু, আজিজুর রহমান আজিজ, আব্দুল করিম, আব্দুল মুহিত মুকুল, মিজানুর রহমান মঞ্জু, মহি উদ্দিন আদনান, নাজমুল আবেদীন, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সায়পুর রহমান, জিয়াউর রহমান, রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ বাদশা, রেহান পারভেজ রিপন, এনাম আহমেদ, সুজিদ কান্ত দাস, এম জুবের আহমদ, প্রচার সম্পাদক প্রভাষক বদরুল ইসলাম মনু, উপ প্রচার সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক জাবের আহমদ কবির, উপ দপ্তর সম্পাদক নেপাল চন্দ্র দাস, অর্থ সম্পাদক কামরুল ইসলাম (তেলিগুল), শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক ইমামুর রহমান হিফজুর, ত্রাণ বিষয়ক সম্পাদক ইসলাম উদ্দিন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মিলন রবি দাস, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাজু কান্ত দাস, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কবির আহমদ, তথ্য বিষয়ক সম্পাদক জাবেদুল ইসলাম সবুজ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন মাসুম, ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবুল আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক জাকির হোসের জনি, মহিলা বিষয়ক সম্পাদক দিলরুবা আক্তার লাবনী, উপ মহিলা বিষয়ক সম্পাদক কুলসুমা বেগম ডলি, সহ সম্পাদক হানিফ পারভেজ, আলী হোসেন, আবুল হোসেন, নিজাম উদ্দিন, আসাদুজ্জামান আসাদ, বিদ্যুৎ রঞ্জন দেবনাথ, ফখর উদ্দিন, ওয়াহিদুজ্জামান টিপু, ফয়সল আহমদ। সদস্যরা হলেন- সালেহ আহমদ জুয়েল, সুহেল আহমদ দুদু, শহিদুল আলম শিমুল, লোকমান আহমদ, এমএ ছালাম, আলী হোসেন, কামরুল ইসলাম, রাখাল চক্রবর্ত্তী, আব্দুল কাদির, শামীম আহমদ, সুনাম উদ্দিন, জুমান আহমদ, তোফায়েল আহমদ স্বপন, আহমদ হাসান জুয়েল, সৈয়দ জিল্লুর রহমান, শহীদুর রহমান সায়দুল, রফিকুল ইসলাম রাফি, আবুল কালাম, হুজ্জেল আহমদ, সরফ উদ্দিন, আব্দুল জলিল ফুলু, জাহাঙ্গীর আলম ইমন, জাহিদুল ইসলাম বাবলু, শরীফ উদ্দিন, শিপার আহমদ, নুরুল ইসলাম রাজু, ফারুক আহমদ, অমর আহমদ, সুহেল আহমদ।
এদিকে এম. জুবের আহমদ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোনীত হওয়ায় শাহবাজপুরে তৃণমূল আওয়ামী পরিবারের নেতাকর্মীর মাঝে আনন্দের বন্যা বইছে। সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে এম. জুবের আহমদকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।
এ বিষয়ে ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জামাল হোসাইন সাপ্তাহিক দেশ’কে বলেন, এম. জুবের আহমদ দীর্ঘদিন ধরে উপজেলা যুবলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলের জন্য নিবেদিত প্রাণ এম. জুবের আহমদকে পূর্ণাঙ্গ কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনিত করায় শাহবাজপুর ছাত্রলীগের পক্ষ থেকে তাকে অভিন্দন জানাচ্ছি।
এম. জুবের আহমদ সাপ্তাহিক দেশ’কে বলেন, সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পাওয়ায় আমি আনন্দিত। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি যথাসাধ্য এই দায়িত্ব পালনের চেষ্টা করব। উপজেলা যুবলীগকে আরও সুসংগঠিত করতে আমি কাজ করে যাবো। উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে তাকে মনোনীত করায় তিনি জাতীয় সংসদের হুইপ আলহাজ মো. শাহাব উদ্দিন এমপি এবং উপজেলা যুবলীগের সভাপতি তাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে কামাল হোসেনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।