সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভা অনুষ্ঠিত, লন্ডনে বাংলাদেশ বইমেলা ৮ ও ৯ সেপ্টেম্বর
প্রকাশিত হয়েছে : ৪:১৭:১৭,অপরাহ্ন ০৯ আগস্ট ২০১৯
লন্ডনে আগামী ৮ ও ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ৯ম বাংলাদেশ বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব উপলক্ষে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৪ আগস্ট রোববার পূর্ব লন্ডনে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে সংগঠনের সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি ইকবাল হোসেন বুলবুলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশনেন উৎসব কমিটির চেয়ারম্যান কবি মুকিদ চৌধুরী, কবি ব্রজেন চৌধুরী, হামিদ মোহাম্মদ, কবি মিলটন রহমান, আনসার আহমদ উল্লাহ, কবি কাজল রশীদ, সাংবাদিক রহমত আলী, সৈয়দ হিলাল সাইফ, সংস্কৃতিকর্মী নুরুল ইসলাম, সংস্কৃতিকর্মী স্মৃতি আজাদ, একেএম আবদুল্লাহ, মোস্তাফা জামান চৌধুরী নিপুন, আবুল কালাম আজাদ ছোটন, মুহাম্মদ মুহিদ, মোহাম্মদ মাসুদুজ্জামান, লেখিকা ফেরদৌস রহমান, সংস্কৃতিকর্মী হেলেন ইসলাম, লেখক শরীফুজ্জামান ও জুনারা ইসলাম।
আলোচনায় প্রথমেই বইমেলার প্রস্তুতি সম্পর্কে বক্তব্য রাখেন সভাপতি ফারুক আহমদ এবং অগ্রগতির কার্যবিবরণী পেশ করেন কবি ইকবাল হোসেন বুলবুল। পরে উৎসব কমিটির কনভেনার কবি মুকিদ চৌধুরী ঢাকা থেকে বইমেলায় যে সমস্ত প্রকাশক সংস্থা অংশ নিচ্ছে তাদের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। কবি একেএম আবদুল্লাহ মেলা আয়োজনের বাজেট ও তহবিল নিয়ে আলোচনা ও রিপোর্ট পেশ করেন। স্পন্সর ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে আলোচনা ও রিপোর্ট পেশ করেন আবুল কালাম ছোটন।
উল্লেখ্য, এবারে ঢাকা থেকে বাংলা একাডেমীসহ প্রায় ৩৫টি প্রকাশনী সংস্থা লন্ডনে অনুষ্ঠেয় ৯ম বাংলাদেশ বইমেলায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া স্থানীয় পর্যায়েও বেশ কয়েকটি বইয়ের স্টল থাকবে। বর্ণাঢ্য উদ্ধোধনী অনুষ্ঠান ছাড়াও রয়েছে দুই দিনব্যাপী সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজন। এতে থাকবে সাহিত্যালোচনা, স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, গান, নৃত্য, কবি ও লেখকদের পরিচিতিমূলক ভিন্ন ধারার নানা উপস্থাপনা। মেলায় থাকবে বঙ্গবন্ধু কর্ণার নাামে একটি কর্ণার, যাতে থাকবে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা পুস্তক সমাবেশ।
বইমেলার উদ্ধোধন করবেন সাহিত্যিক সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমীর মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী। বিশেষ অতিথি হিসেবে আরো যোগ দেবেন কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং বাংলাদেশ থেকে সনামধন্য লেখক কবি সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
উল্লেখ্য, ৯ম বইমেলা আয়োজনে সহযোগিতায় রয়েছে বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রনালয়, বাংলা একাডেমী, বাংলাদেশ হাইকমিশন ও ঢাকাস্থ বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। সংবাদ বিজ্ঞপ্তি