কৃতি ছাত্রী মায়মুনা ডাক্তার হতে চায়
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০১৯
এ বছরের জিসিএসই পরীক্ষায় অভাবনীয় ভালো ফলাফল অর্জন করেছে পূর্ব লন্ডনের মাদানী গার্লস স্কুলের ছাত্রী মায়মুনা সাদিয়া। সে একটি বিষয়ে ডাবল এ স্টার, তিনটি বিষয়ে এ স্টার ও তিনটি বিষয়ে এ গ্রেড পেয়ে কৃতীত্বের সাথে উত্তীর্ণ হয়েছে।
তাঁর পৈত্রিক নিবাস ছাতক উপজেলার চেঁচান ইউনিয়নের নওয়াগাঁও বুরাইবারী গ্রামে। সে ওয়েস্টমিনস্টারের হারিস সিক্সথ ফর্ম স্কুলে এ লেভেলে ভর্তি হয়েছে। ভবিষ্যতে সে কুইনমেরি ইউনিভার্সিটিতে মেডিসিনে উচ্চশিক্ষা লাভে আগ্রহী।
গত বছর তার বড় ভাই সাফয়ান পূর্ব লন্ডনের লন্ডন ইসলামিক স্কুল থেকে অধিকাংশ বিষয়ে এ স্টার পেয়ে কৃতীত্বের সাথে জিসিএসই উত্তীর্ণ হয়। মায়মুনার পিতা কমিউনিটি ব্যক্তিত্ব শাহ আলতাহমিদ আলী ও মাতা সালমা বেগম তাঁদের মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি