সিলেটের কাউন্সিলর আজাদ করোনায় আক্রান্ত
প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২০
সিলেট, ২৪ মে :: সিলেটে এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। রোববার রাতে ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার পর তার রিপোর্ট পজেটিভ আসে।
আজাদ সিলেট সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর। এবার তিনি চতুর্থ দফা নির্বাচিত হন। তিনি মহানগর আওয়ামী লীগের নেতা।
তাঁর ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন- শরীরে জ্বর জ্বর অনুভব শনিবার ওসমানীর ল্যাবে শরীরের নমুনা দেন। রোববার রাতে নমুনার পরীক্ষার ফলাফলে তার করোনা পজেটিভ আসে। তবে আজাদুর রহমান আজাদের শাররীক অবস্থা ভালো রয়েছে। তিনি নিজ বাসাতে আইসোলেটেড অবস্থায় রয়েছেন।