সীমার্ক গ্রুপের পরিচালক কামাল আহমেদ ও বিলাল আহমেদ আবারও সিআইপি নির্বাচিত
প্রকাশিত হয়েছে : ৭:৪৯:১৯,অপরাহ্ন ০৮ জানুয়ারি ২০২১
দেশ ডেস্ক, ৮ জানুয়ারি ২০২১ : বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রায় গুরুত্বপুর্ণ অবদান রাখায় যুক্তরাজ্যের সীমার্ক গ্রুপের অন্যতম পরিচালক এবং বাংলাদেশের এনআরবি ব্যাংকের অংশীদার কামাল আহমেদ ও বিলাল আহমেদ দুই সহোদর বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি (কমার্শিয়াল ইমপোর্টেন্ট পার্সন) নির্বাচিত হয়েছেন। ২০১৮ সালে বাংলাদেশে বৈধপন্থায় অর্থ প্রেরণ করায় তাঁরা এই স্বীকৃতি লাভ করেন । গত ৬ জানুয়ারি বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে নবনির্বাচিত সিআইপিদের নাম ঘোষণা করা হয়।
সীমার্ক (বিডি) লিমিটেড ও ইবকো ফুড ইন্ডাষ্ট্রিজ লিমিটেড, সীমার্ক গ্রুপের অন্তর্ভূক্ত শতভাগ রপ্তানীমুখী প্রতিষ্ঠান। এই দুই প্রতিষ্ঠানের রপ্তানীকৃত বিভিন্ন ব্যান্ডের নাম বিশ্বের বিভিন্ন দেশে ঘরে ঘরে সুপরিচিত। সীমার্ক গ্রুপ ২০০১ সালে বাণিজ্যিকভাবে উৎপাদন ও রপ্তানী শুরু করে অদ্যাবধি অত্যন্ত কৃতিত্ব ও সুনামের সাথে পৃথিবীর উন্নত দেশগুলো বিশেষ করে যুক্তরাজ্য, ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশসমুহ, যুক্তরাষ্ট্র, কানাডা, মধ্যপ্রাচ্য ও অধুনালুপ্ত সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশসমুহে হিমায়িত চিংড়ি, মৎস্য ও খাদ্য পণ্য রপ্তানী করে আসছে । ইতিপুর্বেও সীমার্ক (বিডি) লিমিটেড বাংলাদশ সরকার কর্তৃক বহুবার রপ্তানি স্বর্ণপদকে ভুষিত হয়েছে।
বাংলাদেশে মুল্য সংযোজনকারী হিমায়িত চিংড়ি ও মৎস্য পণ্য উৎপাদন ও রপ্তানীর ক্ষেত্রে সীমার্ক (বিডি) লিঃ পথিকৃত হিসাবে নিজের অবস্থান আরও সুদৃঢ় করলো । সীমার্ক গ্রুপের অন্যান্য কোম্পানীর মত সীমার্ক (বিডি) লিমিটেড এর শ্লোগান হলো “ওয়ার্লড ওয়াইড কোয়ালিটি এন্ড সার্ভিস”।
এদিকে রাষ্ট্রিয় এই স্বীকৃতি লাভ করায় জনাব কামাল আহমেদ ও জনাব বিলাল আহমেদ সীমার্ক গ্রুপের সকল কর্মকর্তা, কর্মচারীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এমপি এবং সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, কামাল আহমদ ও বিলাল আহমদ যুক্তরাজ্যের শীর্ষ বাংলাদেশী ব্যবসায়ী সিমার্ক গ্রুপের চেয়ারম্যান ইকবার আহমদ ওবিই’র ছোট ভাই।