সাপ্তাহিক দেশ’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশিত হয়েছে : ২:০০:৫৬,অপরাহ্ন ১১ জানুয়ারি ২০২১
দেশ রিপোর্ট: ‘সাহসী যাত্রার ৮ম বছর’ এই স্লোগানকে সামনে বৃটেনের জনপ্রিয় সংবাদপত্র সাপ্তাহিক দেশ’র প্রতিষ্ঠাবার্ষিকী মৌলভীবাজারের বড়লেখায় উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন হলরুমে কেক কাটা ও এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট আইনজীবী গোপাল দত্ত।
ছাত্রনেতা মতিউর রহমান জাকেরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকবর আলী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুস সহিদ খান, বিশিষ্ট রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, রফিক উদ্দিন আহমদ, আতাউর রহমান সৈয়দ, শিক্ষক নেতা আতিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ইকবাল হোসেন স্বপন, শাহবাজপুর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক আখতার হোসেন রহিম, রাজনীতিবিদ মখলিছুর রহমান প্রমুখ।
সাপ্তাহিক দেশ’র স্টাফ করেসপন্ডেন্ট দেলোয়ার হোসাইনের ব্যবস্থাপনায় এবং জিসান আহমদ ও মোমিন আহমদের সার্বিক সহযোগিতায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক কাজী রমিজ উদ্দিন, ময়নুল ইসলাম, কবি মৃণাল কান্তি দাস, তপন কুমার দাস, এজে লাভলু, রিপন দাস রিপন প্রমুখ।
সাপ্তাহিক দেশ’র সম্পাদক ও প্রকাশক তাইসির মাহমুদের শুভেচ্ছা বার্তা পড়ে শোনান মো. এবাদুর রহমান।
সভায় বক্তারা বলেন, সাপ্তাহিক দেশ বৃটেনের সর্বাধিক প্রচারিত এবং জনপ্রিয় পত্রিকা। বাঙালি কমিউনিটির মুখপত্র হিসেবে পত্রিকাটি প্রকাশের পর থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। সাপ্তাহিক দেশ আমাদের পত্রিকা। এই পত্রিকা আমাদের কথা বলে, শাহবাজপুরে কথা বলে, বড়লেখার কথা বলে, সিলেটের কথা বলে, বাংলাদেশের কথা বলে। আমরা তো কেবল পত্রিকা দেখি, কিন্তু এই পত্রিকা প্রকাশের পিছনে যারা প্রচন্ড পরিশ্রম করেন, ঝুঁকি নিয়ে কাজ করেন- আজ তাদের নিয়ে কিছু বলার সুযোগ পেয়েছি।
বক্তারা সাপ্তাহিক দেশ’র সম্পাদক ও প্রকাশক তাইসির মাহমুদ সম্পর্কে বলেন, তাইসির মাহমুদের জন্ম যদিও শাহবাজপুরে। আসলে তিনি বড়লেখার কৃতি সন্তান, বাংলাদেশের কৃতি সন্তান। তিনি লন্ডন থেকে বাংলা ভাষায় বাংলাদেশকেই উপস্থাপন করে চলছেন। তিনি আমাদের গর্বিত করছেন। শাহবাজপুরকে উজ্জ্বল করেছেন, বড়লেখাকে উজ্জ্বল করেছেন। তিনি আমাদের অনেক কিছু দিয়েছেন। এ জন্য আজকের এই অনুষ্ঠান থেকে তাঁর প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।
সভায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শাহবাজপুর দারুর রাসাদ লিডিং মাদ্রাসার পরিচালক মাওলানা আশরাফ হোসাইন মামুন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাত্রনেতা জাহিদ আহমদ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল আহাদ, আহমেদ রুহেল, বাপন দে, নজরুল ইসলাম, আলিম উদ্দিন, আবির আহমদ, সেলিম উদ্দিন, আব্দুর রহমান সুহেল, তোয়াহিদুর রহমান টিপু, আলতাফ হোসেন, আইকেবি বাবলু, তাওহিদ সারওয়ার মান্না, রাজেশ দেবনাথ, অম্লান দাস সৌরভ, মুস্তাক তাপাদার কানন, এনামুল হক, এনাম উদ্দিন এনু, আবু তাহের, রাসেল আহমদ, আহমেদ মাসুদ, ইকবাল আহমদ, সাব্বির আহমদ, ছাইদুল মাহবুব, রাসেল আহমদ, জয়নাল আহমদ জয়, মাহি আবিদ, কে আই সবুজ, আহমদ হোসেন মোল্লা, কাওসার হামিদ সুন্নাহ, সাদিক আকমল, সায়ফুর রহমান, আজাদ উদ্দিন মিতু, সায়দুল ইসলাম, নাজমুল কাওছার, মুমিনুর রহমান, সাফী শাহরিয়ার হোসেন, আবু কাশেম জাকারিয়া, আদম রাজু, রিফাত বিন শাওন, এমজেআই মাহিন, আরকে হাসান, আরিফ সাদি, এমএ তুহিন, রুহুল আমিন, ছায়েম আহমদ, আবু সায়েম উজ্জ্বল প্রমুখ।
শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরে আগতদের মিষ্টিমুখ করানো হয়।
উল্লেখ্য, ‘সত্য প্রকাশে আপোসহীন’ থাকার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু হয়েছিলো ২০১৪ সালের ১০ই জানুয়ারি। সেই থেকে সত্যের প্রতি অবিচল থেকে কেটেছে বিগত ৭টি বছর। পাঠকের চাহিদার প্রতি লক্ষ্য রেখে সংবাদ বাছাই, অকর্ষণীয় শীরোনাম নির্ণয়, দৃষ্টিনন্দন মেকআপ, সর্বোপরি খবরের পেছনের খবরে গুরুত্ব দেয়ার নিয়মিত চর্চায় সাপ্তাহিক দেশ দাঁড়িয়েছে আলাদা পরিচয়ে। কমিউনিটির মানুষের মনে স্থান করে নিয়েছে পত্রিকাটি।