হান্সলোর বাসিন্দা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মুহাম্মদ দায়ীম উল্লাহ’র ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ৯:৩৩:২৭,অপরাহ্ন ২০ জানুয়ারি ২০২১
দেশ ডেস্ক, ২০ জানুয়ারি : লন্ডনের হান্সলো এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক সমাজসেবী মুহাম্মদ দায়ীম উল্লাহ করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮২ বছর । গত ১৮ জানুয়ারি সোমবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে তিনি হান্সলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন । মরহুমের স্ত্রী রিজিয়া উল্লাহ-ও করোনায় আক্রান্ত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । তবে তাঁর শারিরীক অবস্থা মোটামুটি ভালো বলে পারিবারিকসূত্রে জানা গেছে।
জনাব মুহাম্মদ দায়ীম উল্লাহ মৃত্যুকালে ৫ ছেলে ১ মেয়ে, নাতি-নাতনীসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন । ২০ জানুয়ারি বুধবার বাদ জোহর হান্সলো জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাঁকে স্থানীয় মুসলিম গোরস্থানে দাফন করা হয়েছে । মরহুমের দেশের বাড়ি বিশ্বনাথ পৌর এলাকার ডন্ডপানিপুর গ্রামে।
মরহুমের দ্বিতীয় ছেলে নিসান কার কোম্পানীর হান্সলো সাইটের ডিলার প্রিন্সিপাল রব মিয়া টিটু তাঁর পিতার রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
এদিকে জনাব মুহাম্মদ দায়ীম উল্লাহর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে তাঁর পরিবার পরিজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে । মরহুমের দীর্ঘ ৪০ বছরের যুক্তরাজ্য জীবনের বন্ধু-বান্ধব, সুধী-শুভাকাঙ্খী তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।