এনআরবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন সিলেটের জামিল ইকবাল
প্রকাশিত হয়েছে : ১:১১:২৯,অপরাহ্ন ২১ জানুয়ারি ২০২১
বিশেষ প্রতিনিধি, ২২ জানুয়ারি : গত ১৭ জানুয়ারি রোববার এনআরবি ব্যাংকের ১১১তম বোর্ড মিটিং এ পরিচালনা কমিটি পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জনাব মোঃ জামিল ইকবাল নির্বাচিত হয়েছেন। একই সাথে মোঃ জামিল ইকবালকে অডিট কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।
উল্লেখ মোঃ জামিল ইকবাল এন.আর.বি ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক এবং রিস্ক কমিটির ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি বাংলাদেশের অন্যতম কন্সট্রাকশন প্রতিষ্ঠান জামিল ইকবাল লিমিটেড এর চেয়ারম্যান। মোঃ জামিল ইকবাল সিলেটের শিবগঞ্জ, বোরহানবাগের সম্ভ্রান্ত ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন। সিলেট বিভাগের সাতবারের সর্বোচ্চ করদাতা সম্মাননায় ভূষিত মোঃ জামিল ইকবাল বিয়ানীবাজার, আকাখাজনার (বড়বাড়ি) আলহাজ্ব আশহাক আহমদ এর সন্তান।
এদিকে জামিল ইকবাল এনআরবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় দেশে-বিদেশে বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। এক অভিনন্দন বার্তায় পূর্ব লন্ডনের বাংলা টাউন গ্রুপ অব কোম্পানীর পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানিয়ে তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়েছে।