‘জনমত’র এমডি জুনেদ চৌধুরীর মা আর নেই
প্রকাশিত হয়েছে : ১:১৯:৪৯,অপরাহ্ন ২৭ জানুয়ারি ২০২১
প্রায় ৫ দশকেরও বেশি সময় ধরে কমিউনিটির কল্যাণে নিবেদিত, বিশেষ করে পূর্ব লন্ডনে বাঙালি শিক্ষা ও আবাসন সমস্যা নিয়ে বিভিন্ন সফল ক্যাম্পেইনের উদ্যোক্তা ও নেতৃত্বদানকারী বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, আন্তর্জাতিক চ্যারিটি সংগঠন আরডিএফ (রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন) এর চেয়ারম্যান আলহাজ্ব শামসুজ্জামান চৌধুরীর সহধর্মিনী এবং প্রাচীনতম বাংলা সাপ্তাহিক জনমত এবং জনমত ডটকম এর ব্যবস্থাপনা পরিচালক, তরুণ ব্যবসায়ী জুনেদ চৌধুরীর মা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার (২৫ জানুয়ারি) অপরাহ্নে তিনি পূর্ব লন্ডনের রমফোর্ড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মরহুমা বেশ কিছু দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত পরহেজগার ও পরোপকারী ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, ৪ ছেলে, ৪ মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে আত্মীয়-স্বজনসহ অসংখ্য মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। অনেকের কাছেই তিনি ছিলেন ভরসাস্থল। আরডিএফ এর বিভিন্ন সেবামূলক প্রজেক্টেও তিনি সব সময় সাধ্যমত অংশ নিতেন। তাঁর এই দানশীলতাই পুরো পরিবারকে মানুষের সেবায় নিবেদিত হতে অনুপ্রাণিত করেছে।
পরিবারের পক্ষ থেকে দোয়া প্রার্থনা
এদিকে মরহুমার চার ছেলে জুবের আহমদ চৌধুরী, জুনেদ চৌধুরী, ফুজেল আহমেদ চৌধুরী ও তালহা চৌধুরী এবং চার জামাতা আবু তাহের চৌধুরী, মাওলানা সৈয়দ নাঈম আহমদ, নাজমুল ইসলাম শাহান ও ছালেহ আহমদ পরিবারের পক্ষ থেকে তাদের মায়ের রুহের মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। মরহুমা হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন সময়ে যারা নানা মাধ্যমে পরিবারের পাশে থেকেছেন এবং দোয়া করেছেন, তাদের সকলের প্রতিও তাঁরা কৃতজ্ঞতা জানান। কঠিন এই সময়ে দেশ-বিদেশের অসংখ্য মানুষের ভালোবাসা ও দোয়ার বরকতে তাঁরা ধৈর্য্য ধারণের শক্তি পেয়েছেন বলেও তারা উল্লেখ করেন।
মরহুমার নামাজে জানাজা ও দাফনের দিন-ক্ষণ এখনো ঠিক হয়নি। প্রয়োজনীয় দাফতরিক কাজ শেষে আগামী বৃহস্পতিবার দাফন করা সম্ভব হতে পারে বলে আশা করা হচ্ছে।
জনমত পরিবারের শোক
পূব লন্ডনে বাঙালি কমিউনিটির কল্যাণে এক সময় যাঁরা দিনরাত পরিশ্রম করতেন, নানা ইস্যুতে সোচ্চার হতে ক্যাম্পেইন চালাতেন এবং মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতেন, তাদের অন্যতম আলহাজ্ব শামসুদ্দিন চৌধুরীর সহধর্মিনী, এবং সাপ্তাহিক জনমত এর ম্যানেজিং ডিরেক্টর জুনেদ চৌধুরীর মাতার ইন্তেকালে জনমত পরিবার গভীরভাবে শোকাহত। জনমত এর পক্ষ থেকে এক শোকবার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বলা হয়, ক্যানন স্ট্রিটে আলহাজ্ব শামসুদ্দিন চৌধুরীর বাসা যখন কমিউনিটি এক্টিভিস্টদের আনাগোনায় দিন-রাতের অধিকাংশ সময় সরগরম থাকতো, তখন পর্দার আড়াল থেকেই ভূমিকা রাখতেন মিসেস শামসুদ্দিন চৌধুরী। তিনি ছিলেন চৌধুরী পরিবারের অন্যতম স্তম্ভ। তাঁর মৃত্যুতে সমাজহিতৈষিনী এক মহিয়সি নারীকে আমরা হারালাম।
শোকবার্তায় জনমত পরিবার মরহুমার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমার রুহের মাগফেরাত কামনা করার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি