গৃহ পুননির্মাণে বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র অর্থ সহায়তা প্রদান
প্রকাশিত হয়েছে : ১২:১০:১৪,অপরাহ্ন ০৮ ফেব্রুয়ারি ২০২১
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের উত্তরভাগ গ্রামের একটি দিনমজুর পরিবারকে গৃহ পুননির্মাণে অর্থসহায়তা প্রদান করেছে বড়লেখা ফাউন্ডেশন ইউকে। গতকাল রোববার (০৭ ফ্রেব্রুয়ারি) বিকেলে ঘরটি পুননির্মাণ নির্মাণ কাজ শেষ হয়েছে। এতে সার্বিক সহযোগিতা করেছে কাঠালতলী সমাজকল্যাণ পরিষদ।
কাঠালতলী সমাজকল্যাণ পরিষদের সভাপতি ও গাংকুল পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন চৌধুরী ইমনের সভাপতিত্বে ও শিক্ষক তোফায়েল আহমদের সঞ্চালনায় এতে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক এমএ হাসান, শিক্ষক জাহাঙ্গীর আলম লস্কর, বড়লেখা ফাউন্ডেশন ইউকের প্রতিনিধি শিক্ষক শামীম আহমদ, ব্যবসায়ী কামরুল ইসলাম, ব্লাড ডনেট ক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সমাজসেবক নাজিম উদ্দিন ও রাসেল আহমদ, কাঠালতলী সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সাজু, সদস্য কাওসার মির্জা রনি, সাব্বির আবির, মুর্শেদ আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হাফিজ বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র নানবিধ সামাজিক ও মানবিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বৈশ্বিক মহামারীর সময়ও নিজেদের পরিবার-পরিজন নিয়ে সবাই যখন উৎকণ্ঠিত তখন বড়লেখা ফাউন্ডেশন ইউকে মানবিক দায়বদ্ধতার জায়গা থেকে একের পর এক সামাজিক ও মানবিক কার্যক্রম নিয়ে সরব থেকেছে।
এ সময় বক্তারা বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র উপদেষ্টা সাবেক তিনবারের কাউন্সিলর আতা রহমান, চেয়ারম্যান জামাল উদ্দিন, সংগঠনের সভাপতি শাহীন ইকবাল, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ফয়সল রহমান, সহ-সভাপতি নজরুল ইসলাম নজু, যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন, ট্রেজারার নাজমুল ইসলাম, কো-ট্রেজারার শাহেদ উদ্দিন, সাংগঠনিক সসম্পাদক আকবর হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা হাসনা রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক কাজী নজরুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য আবুল কাশেমসহ সংগঠনের সকল দাতা ও শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
কাঠালতলী সমাজকল্যাণ পরিষদের সভাপতি শিক্ষক দেলোয়ার হোসেন চৌধুরী ইমন জানান, দিনমজুর আব্দুল হান্নান অর্থের অভাবে ঘরটি মেরামত করতে পারছিলেন না। বিষয়টি জানতে পেরে আমরা ঘরটি পুননির্মাণের উদ্যোগ নিই। বিষয়টি বড়লেখা ফাউন্ডেশন ইউকের দায়িত্বশীলদের জানাই। এরপরই তারা ঘরটি পুননির্মাণে যাবতীয় খরচ প্রদান করেন। পাশাপাশি বড়লেখা ফাউন্ডেশন ইউকের অর্থায়নে আরও একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে ঘর নির্মাণ করে দেওয়া হবে।