সাউথ লন্ডনে অগ্নিকান্ডে শিশুর মৃত্যু, মায়ের অবস্থা আশঙ্কাজনক
প্রকাশিত হয়েছে : ১:১২:৪৫,অপরাহ্ন ০৮ মার্চ ২০২১
দেশ ডেস্ক: সাউথ লন্ডনে একটি ফ্লাটে অগ্নিকান্ডের ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি। গ্রীনউইচের রুসেট ওয়েতে একটি ফ্লাটের উপর তলায় অগ্নিকান্ডে ৩৪ বছর বয়সী একজন মহিলা ও দুই শিশুকে উদ্ধার করা হয় সকাল ৬টায়।
তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হলেও সেখানে এক শিশুর মৃত্যু হয়। মহিলা ও দ্বিতীয় সন্তানের অবস্থা গুরুতর বলে জানিয়েছে বিবিসি।
লন্ডন ফায়ার ব্রিগেড সকাল ৭টার সময় আগুন নিয়ন্ত্রনে আনে। আগুন নিয়ন্ত্রনে আনতে গ্রিনউইচ, লুইশাম, ডিপ্টফোর্ড, নিউ ক্রস, লি গ্রিন এবং ইস্ট গ্রিনউইচের দমকলকর্মীর অংশ নেয়।
আগুন লাগার কারন অনুসন্ধান করছে পুলিশ ও ফায়ার বিগ্রেড।