কোভিডমুক্ত হওয়ার ৪ মাসের মধ্যেই আবারো হাসপাতালে এক-তৃতীয়াংশ রোগী
প্রকাশিত হয়েছে : ২:১৫:০৭,অপরাহ্ন ০২ এপ্রিল ২০২১
দেশ ডেস্ক: কোভিড আক্রান্ত হয়ে যারা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তাদের এক-তৃতীয়াংশকেই ৪ মাসের মধ্যেই আবারো হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। এই সময়ের মধ্যে প্রতি ৮ জনের ১ জন প্রাণ হারাচ্ছেন। এক গবেষণা শেষে এমনটাই জানিয়েছেন বৃটিশ চিকিৎসকরা। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।
কোভিডমুক্ত হওয়ার পরেও দীর্ঘমেয়াদি প্রভাব থেকে যায় শরীরে। বিষয়টি নিয়ে আরো গবেষণা চালিয়ে যান ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকরা। নানা পরীক্ষা ও পর্যবেক্ষণের মধ্য দিয়ে তারা বিষয়টি স¤পর্কে নিশ্চিত হয়েছেন। করোনা আক্রান্ত হওয়ার পর শরীরের বিভিন্ন অংশে স্থায়ী ক্ষতি হয়, এর প্রমাণ পেতে এই গবেষণাটি চালানো হয়। যদিও কোভিড মূলত ফুসফুসের রোগ হিসেবে পরিচিত।
কিন্তু এই ভাইরাস শরীরের অন্যান্য অংশেও আক্রমণ করতে পারে এবং ক্ষতিসাধন করতে পারে। এরমধ্যে রয়েছে, লিভার ও কিডনি।
এই গবেষণায় আরো যুক্ত ছিল বৃটেনের জাতীয় পরিসংখ্যান কর্তৃপক্ষ ও লেস্টার বিশ্ববিদ্যালয়। এতে প্রায় ৪৮ হাজার করোনা আক্রান্তের তথ্য নেয়া হয়েছে। এই ব্যাক্তিরা করোনা থেকে মুক্ত হওয়ার পর হাসপাতাল ছেড়েছিলেন। তবে তাদের মধ্যে তিন জনের একজনকেই ৪ মাসের মধ্যেই আবারো হাসপাতালে ভর্তি হতে হয়েছে।