এইচপিভি ভ্যাকসিন সার্ভিকাল ক্যান্সার কমায় প্রায় ৯০ শতাংশ: গবেষণা
প্রকাশিত হয়েছে : ১০:৪৭:৫১,অপরাহ্ন ০৪ নভেম্বর ২০২১
দেশ ডেস্ক: সার্ভিকাল ক্যান্সারের ঘটনা প্রায় ৯০ শতাংশ কমিয়ে দিতে পারে হিউম্যান প্যাপিলোমাভাইরাস বা এইচপিভি ভ্যাকসিন। প্রথমবারের মতো ব্যবহারিক তথ্য থেকে পাওয়া নথি থেকে এই চিত্র পাওয়া গেছে।
ক্যান্সার রিসার্চ ইউকে এই অনুসন্ধানকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়েছে। আর এতে দেখা গেছে ভ্যাকসিন প্রাণ রক্ষা করছে।
প্রায় সব ধরণের সার্ভিকাল ক্যান্সারের কারণ ভাইরাস। কিন্তু আশার কথা হলো ভ্যাকসিন হয়তো প্রায় পুরো রোগ নির্মূল করতে পারে। গবেষকেরা বলছেন এই সফলতার অর্থ হলো যারা ভ্যাকসিন গ্রহণ করেছেন তাদের হয়তো অনেক কম সার্ভিকাল ক্ষতির পরীক্ষার প্রয়োজন পড়বে।
যুক্তরাজ্যে অঞ্চল ভেদে ১১ থেকে ১৩ বছর বয়সী মেয়েদের এইচপিভি ভ্যাকসিন প্রদান করা হয়। ২০১৯ সাল থেকে ছেলেদেরও এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে।
ল্যানসেট জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণাটি। এতে ২০০৮ সালে ইংল্যান্ডে ভ্যাকসিনটি চালুর পর কী ঘটেছে তা খতিয়ে দেখা হয়েছে। ওই সময়ে টিকা প্রাপ্তদের বর্তমান বয়স ২০ এর কোটায়। গবেষণায় দেখা গেছে সার্ভিকাল ক্যান্সারের আগের এবং পরে উভয় ক্ষেত্রেই এর বৃদ্ধি ৮৭ শতাংশ কমে গেছে।
কিংস কলেজ লন্ডনের এক গবেষক প্রফেসর পিটার সাসেইনি বলেন, এর প্রভাব বিপুল। সামগ্রিকভাবে দেখা গেছে এইচপিভি কর্মসূচি প্রায় ৪৫০টি ক্যান্সার এবং ১৭ হাজার দুইশ’টি প্রাক-ক্যান্সার প্রতিহত করেছে। সময়ের সঙ্গে সঙ্গে এটি বাড়বে আশা করছেন গবেষকেরা।
সূত্র: বিবিসি