গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকে’র নির্বাচনে ইছবাহ-বাছির-জয়নাল পরিষদ বিজয়ী
প্রকাশিত হয়েছে : ১২:২৭:০৮,অপরাহ্ন ১৯ জানুয়ারি ২০২২
গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকে’র দ্বি-বার্ষিক নির্বাচন ও বিজিএম অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ জানুয়ারি রোববার পুর্ব লন্ডনের এনজাইন হলে এ দ্বি-বার্ষিক নির্বাচন ও বিজিএম অনুষ্ঠিত হয়। এতে দুটি প্যানেল নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচনে বিজয়ী হয়েছে ইছবাহ-বাছির-জয়নাল পরিষদ।
নির্বাচন ও বিজিএম অনুষ্ঠান দুটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্ব পরিচালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান চৌধুরী রুহুল। এ পর্বে সভাপতিত্ব করেন বিদায়ি সভাপতি আলতাফ হোসেন বাইছ। এসময় বিদায়ী কোষাধক্ষ্য জবরুল ইসলাম লনি বিগত বছরের আয় ব্যায়ের হিসাব পেশ করেন।
দ্বিতীয় পর্বে গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকে’র দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার মাসুক আহমেদ। নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন ফয়ছল আহমেদ ও সদস্য ফখর উদ্দিন।
সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশনারবৃন্দ ইছবাহ-বাছির-জয়নাল পরিষদের দোয়াত কলম মার্কার মোহাম্মদ ইছবাহ উদ্দিনকে সভাপতি, আব্দুল বাছিরকে সাধারণ সম্পাদক ও জয়নাল আবেদিন জয়নুলকে কোষাধ্যক্ষ হিসাবে বিজয়ী ঘোষণা করে ২১ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন। নির্বাচনে দোয়াত-কলম মার্কার ইছবাহ-বাছির-জয়নাল পরিষদ পেয়েছে ৪৬৪ ভোট। অপরদিকে পরাজিত বই মার্কার এনাম-গৌছ-বদরুল পরিষদ পেয়েছে ২৭ ভোট।
নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ট্রাস্টের ট্রাস্ট্রিবৃন্দকে ধন্যবাদ জানান এবং তারা বলেন, আগামীতেও গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের সকল ট্রাস্ট্রির সম্মিলিত প্রচেষ্টায় আমরা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করে এগিয়ে নিয়ে যাব।
নির্বাচনে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম, ফারুক মিয়া, আঙুর মিয়া, নাজমুল ইসলাম নুরু, হারুন মিয়া, ছিফত আলী আহাদ, মাইজ উদ্দীন, জিল্লুর রহমান, আবজল হোসেন, দেলোওয়ার আহমদ শাহান, রফিক উদ্দীন মাসুক, দিলোয়ার হুসেন, আনোয়ার শাহজাহান, নুনু শেখ, আফরোজ মিয়া শাহিনসহ গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকে’র সকল ট্রাস্ট্রি। সংবাদ বিজ্ঞপ্তি