শত শত পাখি বিলুপ্ত হচ্ছে: বৃটিশ গবেষণা
প্রকাশিত হয়েছে : ৪:১১:৫১,অপরাহ্ন ০৬ মে ২০২২
দেশ ডেস্ক:: শত শত পাখি বিলুপ্ত হচ্ছে। অদৃশ্য হচ্ছে। পৃথিবীতে মানুষের কর্মকাণ্ড ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তারই এক চিত্র ফুটে উঠেছে। একে তুলনা করা হয়েছে ‘ক্যানারিজ ইন দ্য কয়েলমাইন’-এর সঙ্গে। কয়লাখনিতে শ্রমিকরা কিছু পাখি নিয়ে যেতেন। খনিতে ক্ষতিকর কোনো গ্যাস সৃষ্টি হলে তাতে সহসাই মারা যেত ওইসব পাখি। এ থেকে শ্রমিকরা ইঙ্গিত পেতেন ক্ষতিকর গ্যাসের। ফলে তারা তাড়াতাড়ি খনি থেকে বেরিয়ে এসে জীবন বাঁচাতেন।
এক পর্যবেক্ষণে দেখা গেছে, বিশ্বজুড়ে এখন আছে প্রায় ১১ হাজার প্রজাতির পাখি কিন্তু তাদের সংখ্যা অর্ধেক কমে যাচ্ছে। অন্যদিকে কোনো কোনো প্রজাতির সংখ্যা শতকরা ৬ ভাগ বৃদ্ধি পাচ্ছে। অনেক প্রাণীর তুলনায় তাদের চলার পথ এবং গান করার ধরন তাদেরকে সহজে শনাক্ত করার সুযোগ করে দিয়েছে। মানব জাতির কর্মকাণ্ডের কারণে যেসব ক্ষতি হচ্ছে তার প্রভাব পড়ছে পাখির সংখ্যার ওপর। বিশেষ করে পাখিদের বিচরণ ক্ষেত্র ধ্বংস করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের সংকট আছে। আছে কৃষিতে জীবাণুনাশকের ব্যবহার। পাখি শিকার। অজানা প্রজাতির প্রভাব ও বিভিন্ন রোগব্যাধি। এসব কিছুই তাদেরকে বৈশ্বিক পরিবর্তনের সূচক হিসেবে প্রতিষ্ঠা করেছে বলে মনে করেন বিজ্ঞানীরা। কয়েক দশকে শুধু উত্তর আমেরিকা এবং ইউরোপ থেকে কয়েক শত পাখি হারিয়ে গেছে। অন্যদিকে মৌসুমি এলাকায় অধিক প্রজাতি দেখা গেছে। উচ্চ মাত্রায় তাদের উপস্থিতি তাপমাত্রার সঙ্গে খাপ খাইয়ে টিকে থাকার জন্য ঝুঁকিপূর্ণ।
ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটির আলেকজান্দার লিজ এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন। তিনি বলেন, বৈশ্বিক স্বাস্থ্যের বিষয়ে সবচেয়ে শক্তিশালী বার্তা দেয় আমাদেরকে পাখি। তাদের বিষয়ে আমরা অনেকটাই জানি। কীটপতঙ্গের কতোগুলো প্রজাতি আছে আমরা তাও জানি না।