টাওয়ার হ্যামলেটস নির্বাচন : কাউন্সিলর নির্বাচিত হলেন জগন্নাথপুরের ৮ জন
প্রকাশিত হয়েছে : ৪:০৫:২৫,অপরাহ্ন ০৯ মে ২০২২
দেশ ডেস্ক:: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার অনেক বাসিন্দা যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসসহ বিভিন্ন শহরের ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হওয়ায় স্থানীয় বাঙালি কমিউনিটির পাশাপাশি তাঁদের জন্মভূমি জগন্নাথপুরে বইছে খুশির বন্যা। এই উপজেলার আটজন প্রবাসী যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে।
জগন্নাথপুরের সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া গ্রামের বাসিন্দা সাবিয়া কামালী লেবার পার্টির প্রার্থী হিসেবে লন্ডন বারা অব নিউহামের স্টাটপোর্ট এলাকা থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
একই ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা সৈয়দা সায়মা আহমেদ লন্ডনের রেডব্রিজ এলাকা থেকে নির্বাচনে বাঙালি নারী প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন।
একই গ্রামের বাসিন্দা সৈয়দ আলী আহমেদ লেবার পার্টি থেকে রচডেল এলাকা থেকে তৃতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন।
সৈয়দ শেকুল ইসলাম লেবার পার্টি থেকে লন্ডনের রেডব্রিজ বারার ক্রানব্রোক ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তিনিও সৈয়দপুরের (গোয়ালগাঁও) বাসিন্দা।
একই এলাকার শেখ আব্দুল কাদির লিবারেল ডেমোক্র্যাট পার্টির প্রার্থী হিসেবে সেন্ট্রাল সাউথসি ওয়ার্ড থেকে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হন।
অপরদিকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী শাকিলা বেগম যুক্তরাজ্যের ওয়ালসাল পালফ্রি ওয়ার্ড থেকে লেবার পার্টির মনোনয়নে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
আবদুল হাফিজ লেবার পার্টির প্রার্থী হিসেবে লন্ডন পোর্ট সাউথ বাফিন্স ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এ নিয়ে আবদুল হাফিজ টানা তৃতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হলেন। তিনি সৈয়দপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।
এ ছাড়া, রেবেকা সুলতানা টাওয়ার হ্যামলেটস কাউন্সিল বেথনাল গ্রিন ওয়ার্ডে লেবার পার্টির মনোনয়ন নিয়ে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হন। তাঁর বাড়ি উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামে।
যুক্তরাজ্যপ্রবাসী সাংবাদিক আমিনুল হক ওয়েছ জানান, জগন্নাথপুর উপজেলার আটজন যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচিত হওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে। তাঁদের জয়ে লন্ডনে বাঙালি কমিউনিটিতে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে।
উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুক্তরাজ্যপ্রবাসী মোহাম্মদ আবুল হাসান বলেন, ‘বাংলাদেশ থেকে লন্ডনে গিয়ে আমাদের এলাকার সন্তানেরা মেয়র ও কাউন্সিলর নির্বাচিত হচ্ছেন, যা সত্যি আনন্দের। আমার ইউনিয়নের পাঁচজন কাউন্সিলর নির্বাচিত হওয়ায় আমরা ইউনিয়নবাসী আনন্দিত।’
জগন্নাথপুরের আট প্রবাসী কাউন্সিলর নির্বাচিত হওয়ায় তাঁদের স্বজনেরা এলাকাবাসীর মধ্যে মিষ্টি বিতরণ করেছেন।
নবনির্বাচিত কাউন্সিলর আবদুল কাদিরের চাচাতো ভাই শেখ রামিম আহমেদ বলেন, ‘আমার ভাই লন্ডনে কাউন্সিলর পদে জয়ী হওয়ার খবরে প্রতিবেশী ও স্বজনদের মধ্যে মিষ্টি বিতরণ চলছে। তিনি দেশে এলে আরও বড় পরিসরে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে।’
উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল বলেন, ‘আমার ইউনিয়নের বাসিন্দা রেবেকা সুলতানা টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে নির্বাচিত হওয়ায় আমরা ইউনিয়নবাসী আনন্দিত। তিনি এই ইউনিয়নের গর্ব। তাঁর সাফল্য কামনা করি।’
জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম বলেন, ‘এ উপজেলার আট প্রবাসী যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচিত হওয়া শুধু জগন্নাথপুরের গর্ব নয়, এটি আমাদের দেশের গর্ব। তাঁরা আমাদের দেশের নাম উজ্জ্বল করেছেন।’
গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের স্থানীয় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন শুক্রবার লন্ডনের ক্যানারি ওয়ার্ফে ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করা হয়।
এদিকে, যুক্তরাজ্যে বাংলাদেশি অধ্যুষিত লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র পদে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সিলেটের লুৎফুর রহমান। লেবার পার্টির প্রার্থী জন বিগসকে হারিয়ে ইতিহাস গড়েন তিনি।
এর আগে, ২০১০ ও ২০১৪ সালে বারা অব টাওয়ার হ্যামলেটসের মেয়র নির্বাচিত হন লুৎফুর রহমান।