যুক্তরাজ্যে ১২ বছরের কিশোরের উপর বর্ণবাদী হামলা
প্রকাশিত হয়েছে : ৭:২৯:২০,অপরাহ্ন ১১ মে ২০২২
দেশ ডেস্ক:: যুক্তরাজ্যে ১২ বছরের এক কিশোর বর্নবাদী হামলা শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পার্কে খেলতে থাকা ১২ বছরের ওই কিশোরকে প্যাডেল দিয়ে আঘাত করে রক্ষাক্ত করে আহত করেছেন এক অচেনা নারী। আর এই হামলার কারণ বর্নবাদীতা এমনটাই মনে করছে পুলিশ।
প্রাথমিকভাবে পুলিশ হামলাকারীকে ছেড়ে দিলেও পরবর্তীতে তদন্তে দেখা যায়, কিশোরটি কালো গোত্রের বলে তার উপর এমন হামলা করা হয়েছে। যদিও বিষয়টি নিয়ে এখন পর্যন্ত পুরোপুরি তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়নি।
জানা গেছে, গত ২৬ মার্চ ব্রিস্টলের কনহ্যাম রিভার পার্কে বন্ধুদের সাথে খেলছিলো আন্টিনিয়া ফোরেস্ট নামের ১২ বছরের এই কিশোর। আন্টিনিয়া তার খেলার টিমের এক মাত্র কালো বর্ণের ছিলো। এই সময় অভিযুক্ত নারী সেই কিশোরের কাছে আসে, আর তাকে কাঁদা মাখা বল ছুড়ে মারা হয়েছে বলে অভিযোগ করতে থাকে। ছেলেটি এমন কাজ করে নি বলার পরও সেই নারী নৌকার প্যাডেল দিয়ে কিশোরটিকে আঘাত করেন। এই সময় ১২ বছরের ওই কিশোরের মুখ-হাতসহ শরীরের বিভিন্ন অংশে কেটে গেলেও, সেই নারী এমন রক্তাক্ত অবস্থায় ছেলেটিকে সেখানে ফেলে চলে যায়।
বিষয়টি নিয়ে আন্টিনিয়ার একজন আন্টি জানান, আন্টনি যে গ্রুপের সাথে খেলতো তাদের সবাই সাদা বর্নের ছিলো। একমাত্র আন্টিনিয়াই কালো বর্নের। এটি স্পষ্ট যে কালো বলে তাকে সেই নারী টার্গেট করে তাকে আঘাত করেছেন।
বিষয়টি নিয়ে আন্টিনিয়ার পরিবার থেকে পুলিশের দ্বারস্থ হলে পুলিশে সেই নারীকে গ্রেফতার করে আবার ছেড়েও দেয়। কিন্তু পরবর্তীতে বিষয়টি নিয়ে বিস্টলের যে এলাকায় ঘটনাটি ঘটেছে সেই এলাকার মানুষদের চাপ ও অ্যান্টনিয়াল পরিবার থেকে পুলিশকে পুনরায় তদন্ত করার অনুরোধ জানালে গত সপ্তাহে আবার সেই নারীকে গ্রেফতার করা হয়।
এদিকে অভিযুক্ত নারী পুলিশের কাছে জানান, তিনি হাত দিয়ে আন্টিনিয়াকে আঘাত করেছেন। আর এর কারন আন্টানিয়া ও তার পুরো দল তাকে হুমকি দিয়েছিলো।
বিষয়টি নিয়ে বিস্টলের চিফ ইন্সপেক্টর মাইক বুক জানান, তারা অ্যান্টিনিয়ার বিষয়টি অনেক গুরুত্বসহকারে তদন্ত করছেন। তারা কিশোরের বাবার সাথে কথা বলেছেন। তবে তারা বিষয়টি জাতীগত বিদ্বেষ বলে মনে করছেন। তাই তারা আবার বিষয়টি নিয়ে তদন্তে নেমেছেন।