ক্যাম্ব্রিজ-টু-ইএলএম : ইস্ট লন্ডন মসজিদের ‘রাইড ফর ইউর মস্ক’ ২৫ জুন
প্রকাশিত হয়েছে : ২:৪০:১২,অপরাহ্ন ২১ মে ২০২২
তরুণ সমাজের মধ্যে স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা সৃষ্টি ও ফান্ডরেইজিংয়ের লক্ষ্যে ইস্ট লন্ডন মসজিদের উদ্যোগে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে “রাইড ফর ইউর মস্ক” কর্মসূচি । আগামী ২৫ জুন শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্যাম্ব্রিজ থেকে লন্ডন রুটে এই সাইকেল রাইড অনুষ্ঠিত হবে । এতে অংশগ্রহণে নতুন এবং পুরাতন সকল সাইক্লিষ্টকে আহবান জানানো হয়েছে। সাইকেল রাইডে অংশগ্রহণে আগ্রহীদেরকে ২৫০ পাউন্ড ফান্ডরেইজিংয়ের লক্ষ্যে ২০ পাউন্ড ফি দিয়ে নাম রেজিস্ট্রেশন করতে আহবান জানানো হয়েছে। অংশগ্রহণকারি প্রত্যেককে অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট প্রদান করা হবে। তাছাড়া সর্বোচ্চ ফান্ডরেইজকারির জন্য থাকবে আকর্ষনীয় পুরস্কার। ইস্ট লন্ডন মসজিদের ওয়েবসাইট ভিজিট করে নাম রেজিস্ট্রি করতে আগ্রহী সাইক্লিষ্টদের আহবান জানানো হয়েছে। সংবাদি বিজ্ঞপ্তি