বিশ্বকাপের ৩২তম দল কোস্টারিকা
প্রকাশিত হয়েছে : ৫:০৯:৫৮,অপরাহ্ন ১৫ জুন ২০২২
দেশ ডেস্ক:: শেষ হয়েছে বিশ্বকাপের অম্লমধুর বাছাইপর্ব। ৩২তম দল হিসেবে কাতারের টিকিট নিশ্চিত করেছে কোস্টারিকা। মঙ্গলবার রাতে প্লে-অফ ফাইনালে নিউজিল্যান্ডকে ১-০ গোলে হারায় লুইস ফার্নান্দো সুয়ারেজের দল।
কাতারের আল রাইয়ানে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি কোস্টারিকা সময় দুপুরে শুরু হয়। সরকারি কর্মজীবীরা যাতে ম্যাচ দেখতে পারেন সেজন্য দুপুরে খাবার বিরতিতে এক ঘণ্টা ছুটি দেন কোস্টারিকা প্রেসিডেন্ট রদ্রিগো চাভেজ। দেশবাসীকে হতাশ করেননি কোস্টারিকার ফুটবলাররা। ম্যাচের তৃতীয় মিনিটেই জুয়েল ক্যাম্পবেল উল্লাসে ভাসান সমর্থকদের। গোটা ম্যাচে একের পর এক প্রচেষ্টা করেও সেই ব্যবধান কমাতে পারেনি নিউজিল্যান্ড।
এ নিয়ে টানা তৃতীয় বিশ্বকাপের টিকিট পেলো কোস্টারিকা। মোট ৫ বার বিশ্ব ফুটবলের মহাযজ্ঞে অংশ নিয়েছে তারা। বিশ্বকাপে দলটির সর্বোচ্চ অর্জন হয় ২০১৪ সালে। ব্রাজিল আসরে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল কোস্টারিকা।
ম্যাচশেষে আনন্দ প্রকাশ করেন কোস্টারিকা কোচ লুইস ফার্নান্দো সুয়ারেজ।
৬২ বছর বয়সী এই কলম্বিয়ান বলেন, ‘দুর্দান্ত একটি দল এটি। আমি বর্ণনা করতে পারব না। এই খেলোয়াড়দের সঙ্গে কাজ করা অনেক সহজ।’
সুয়ারেজ বলেন, ‘এই দল নিয়ে অনেক সমালোচনা শুনতে হয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ এই অর্জন এনে দিয়েছে এই স্কোয়াডই। আরো একটি বিশ্বকাপ খেলতে চেয়েছিলাম আমি। এবং পেরেছি। আমি অনেক আনন্দিত।’ কাতার বিশ্বকাপে ‘ই’ গ্রুপে জার্মানি, স্পেন এবং জাপানের সঙ্গী হলো কোস্টারিকা।
২৯ দল নিয়ে গত ২রা এপ্রিল কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয় ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র। বাকি ছিল ৩ দল। দল চূড়ান্ত না হলেও গ্রুপ ঠিক করা হয়ে গিয়েছিল। কোস্টারিকার আগে প্লে-অফ বাধা টপকে কাতারের টিকিট নিশ্চিত করেছে ওয়েলস ও অস্ট্রেলিয়া।
এক নজরে বিশ্বকাপের আট গ্রুপ
গ্রুপ এ: কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল ও ইকুয়েডর
গ্রুপ বি: ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান ও ওয়েলস
গ্রুপ সি: আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড ও সৌদি আরব
গ্রুপ ডি: ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া ও অস্ট্রেলিয়া
গ্রুপ ই: স্পেন, জার্মানি, জাপান ও কোস্টারিকা
গ্রুপ এফ: বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো ও কানাডা
গ্রুপ জি: ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া ও ক্যামেরুন
গ্রুপ এইচ: পর্তুগাল উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া ও ঘানা।