খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবীতে ব্রিটিশ পার্লামেন্টের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশ
প্রকাশিত হয়েছে : ৩:৩৬:১৮,অপরাহ্ন ১৬ জুন ২০২২
খালেদ মাসুদ রনি, বৃটেন: বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ, নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও তারেক রহমানের উপর থেকে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ব্রিটিশ পার্লামেন্টের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাজ্য বিএনপি।
গত ১৪ জুন মঙ্গলবার বেলা একটায় ব্রিটিশ পার্লামেন্ট হাউজের সামনে যুক্তরাজ্য বিএনপির এ কর্মসূচির আয়োজন করে।
বিক্ষোভ সমাবেশে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে যুক্তরাজ্য বিএনপি, জোনাল কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন। বিক্ষোভ সমাবেশকে সফল করতে সকাল থেকে শত শত নেতাকর্মী লন্ডনে এসে জড়ো হন। নেতাকর্মী স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে পার্লামেন্টের সামনের সমাবেশস্থল।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আলহাজ্ব তৈমুছ আলী, দপ্তর সম্পাদক সেলিম আহমদ, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য সেচ্ছাসেবক দলের সভাপতি নাসির অহমদ শাহীন, যুবনেতা নুরুল ইসলাম, আনছার আলী প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতারা বলেছেন,মানবিক কারণে হলেও খালেদা জিয়াকে যেন বিদেশে চিকিৎসা নিতে দেয়া হয় এবং বেগম খালেদা জিয়কে মুক্তি দেওয়া হয়। এছাড়াও বিক্ষোভ সমাবেশে তারেক রহমানের উপর থেকে সকল মামলা প্রত্যাহার, দেশে যাওয়ার সুযোগ সৃষ্টি এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহবান জানানো হয়। সমাবেশ শেষে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের নেতৃত্বে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিটে কয়েক হাজার প্রবাসীর স্বাক্ষর সম্বলিত একটি স্মারক লিপি প্রদান করা হয়। এতে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সহযোগিতা কামনা করা হয়।
বিএনপি নেতারা জানিয়েছেন, অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি না দেয়া হলে আরো বড় কর্মসূচি তারা ঘোষণা করবেন। বিক্ষোভকালে নেতাকর্মীদের হাতে বেগম খালেদা জিয়া, তারেক জিয়া ও ইলিয়াস আলীর ছবি সংবলিত ফেস্টুন ছিলো।