লন্ডন বাংলা বইমেলা সাহিত্য ও সংস্কৃতি উৎসব শুরু হবে ১৪ অক্টোবর
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২২
১৩ তম লন্ডন বাংলা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু হচ্ছে ১৪ অক্টোবর। পাঁচ দিনব্যাপী এ বইমেলা লন্ডনে ১৪ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত তিনদিন, বার্মিংহাম ১৭ অক্টোবর এবং ফ্রাঙ্কফুট ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। গত ২৫ আগস্ট বৃহ¯পতিবার দুপুরে বাংলা একাডেমির শহীদ মুনির চৌধুরী সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এ সময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ১৩তম লন্ডন বাংলা বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের প্রধান সমন্বয়ক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের যুক্তরাজ্য শাখার সভাপতি গোলাম মোস্তফা। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি নূরুল হুদা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলা একাডেমি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে ২০১০ সালে লন্ডন বাংলা বই মেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়। যুক্তরাজ্যের বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন, কবি-সাহিত্যিক, সাংস্কৃতিককর্মীসহ নানা পেশার বাঙালিরা এ উৎসবের আয়োজক। এবারের লন্ডন বাংলা বইমেলাকে সফল করার লক্ষ্যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম মোস্তফাকে প্রধান সমন্বয়ক এবং কবি-ছড়াকার দিলু নাসেরকে সমন্বয়ক করে একটি শক্তিশালী কমিটি গঠন করা হবে। বইমেলা, সাহিত্য ও সংস্কৃতি উৎসবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কবি, সাহিত্যিক, শিল্পীসহ বাংলাদেশ থেকে ২৫টি প্রকাশনী সংস্থা ও ইউরোপের বিভিন্ন প্রকাশনী সংস্থা অংশগ্রহণ করবেন।
সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক নূরুল হুদা বলেন, বাংলা ভাষা, সাহিত্যিক সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক। বাংলা বইয়ের প্রচার–প্রসার ঘটবে বলে আমার বিশ্বাস, মেলার সাফলতা কামনা করি।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতির নেতৃত্ববৃন্দ, লেখক ও প্রকাশকরা। বক্তব্য রাখেন বাংলা একাডেমির পরিচালক ড. শাহাদাৎ হোসেন নিপু, বাংলাদেশে পুস্তক বিক্রয় ও প্রকাশনা সমিতির পরিচালক আবুল বাসার ফিরোজ, গফুর হোসেন, অনিন্দ প্রকাশনীর প্রকাশক আফজাল হোসেন, দৈনিক সমকালের প্রধান প্রতিবেদক লোটন একরাম প্রমুখ।
মেলায় সার্বিক সহযোগিতায় থাকবে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, বাংলা একাডেমি, বাংলাদেশ পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতি, বাংলাদেশ হাইকমিশন লন্ডন, যুক্তরাজ্য সম্মিলিত সাংস্কৃতিক জোট, উদীচী শিল্পীগোষ্ঠী, সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ, সাংস্কৃতিক সংগঠন সৌধ, গ্রন্থী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিল, বাংলাদেশ দূতাবাস বার্লিন, বেঙ্গল সেন্টার বার্লিন। সংবাদ বিজ্ঞপ্তি