ইউকে বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের অর্থ সহায়তা প্রদান
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২২
বন্যায় ক্ষতিগ্রস্ত বৃহত্তর সিলেটের ৫টি উপজেলার সাংবাদিকদের আর্থিক সহযোগিতা প্রদান করেছে ইউকে-বাংলা প্রেসক্লাব। সম্প্রতি সিলেট প্রেসক্লাব ভবনে আনুষ্ঠানিকভাবে লন্ডন বাংলা প্রেসক্লাবের এ সহায়তা সংশ্লিষ্ট সাংবাদিকদের কাছে হস্তান্তর করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিলেট বিভাগের বরেণ্য সাংবাদিক, লেখক-গবেষক ও প্রবাসী মুহাম্মদ ফয়জুর রাহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউকে-বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুনজের আহমেদ চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুল কাদের তাপাদার, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু, সাবেক সহসভাপতি আ.ফ.ম. সাঈদ, চ্যানেল এস’র সিলেট অফিস প্রধান মো. মঈন উদ্দিন মনজু এবং কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাব্বির আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে ইউকে-বাংলা প্রেসক্লাবের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটি সংগঠক কে,এম, আবু তাহের চৌধুরী লন্ডন থেকে ভিডিও কলের মাধ্যমে সংযুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য দেন। উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আব্দুর রাজ্জাক, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, সাবেক কোষাধ্যক্ষ খালেদ আহমদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মারুফ আহমদ, সাবেক পাঠাগার ও প্রকাশনা সম্পাদক খালেদ আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম, জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের চৌধুরী ও গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন প্রমুখ।
অনুষ্ঠানে গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও জকিগঞ্জ উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের ইউকে বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পুরো কার্যক্রমের সার্বিক সমন্বয়ক হিসেবে ভূমিকা পালন করেন ‘প্রবাসী বন্ধু’ মুহাম্মদ ফয়জুর রাহমান। বড়লেখা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদেরও শীঘ্রই সহায়তা প্রদান করা হবে। সংবাদ বিজ্ঞপ্তি