লন্ডনে বাংলাদেশ আম-জনতা পার্টির সংবাদ সম্মেলন
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৩
লন্ডনে বাংলাদেশ আম-জনতা পার্টি সংবাদ সম্মেলন করেছে। গত ১৭ ফেব্রুয়ারি শুক্রবার লন্ডন-বাংলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বাংলাদেশ আম-জনতা পার্টিকে নিবন্ধনের জন্য ইলেকশন কমিশনারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ আম-জনতা পার্টির সভাপতি হাসিবুর রহমান তাদুলকদার।
সংবাদ সম্মেলনে বলা হয়েছে, সুজলা সুফলা আমাদের নদী মার্তিৃক বাংলাদেশকে সুন্দর করে সমগ্র বিশ্বের কাছে উপস্থাপন করার জন্য এবং সকল মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে বর্তমান রাজনৈতিক প্রতিহিংসা, পক্ষাঘাত ও ঘুনে ধরা সমাজকে সুন্দর ও সাবলীল সমাজে পরিনিত করার জন্য বাংলাদেশ আম-জনতা পার্টি প্রতিষ্ঠা। বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার ও ন্যায় বিচারের এই পার্টির অন্যতম প্রধান লক্ষ।
এতে আরো বলা হয়, বাংলাদেশ আম-জনতা পার্টি বাংলাদেশের নিপীড়িত ও সর্বস্তরের মানুষের দল। এই দলটি মানুষের সবার বাক-স্বাধীনতার মঞ্চ। বাংলাদেশ আম-জনতা পার্টি মানুষের ভালবাসা ও সমর্থন নিয়ে অগ্রযাত্রা করেছে, এই দল বাংলাদেশের মানুষের মুক্তির দল। এই দল মানুষের মনের ভাব প্রকাশের দল। বাংলাদেশ আম-জনতা পার্টি আগামীর বাংলাদেশ। আম-জনতা পার্টি কোনো পরনিন্দা বা সমালোচনা বিশ্বাসী না। আমরা বাংলাদেশ এবং দেশের মানুষের তথা সমগ্র বিশ্বের মানবতার কাজে বিশ্বাসী। বাংলাদেশের তথা কথিত রাজনৈতিক বাজে চর্চা বা লেজুর ভিত্তিক রাজনীতি থেকে একটি সুন্দর রাজনৈতিক চর্চা শুরু করা বাংলাদেশ আম-জনতা পার্টি উদ্দেশ্য, এজন্য আমরা আপনাদের সুন্দর মনোভাব প্রকাশ ও সমর্থন আশা করি। বর্তমান বাংলাদেশের অস্থির রাজনীতি থেকে গোটা দেশ ও জাতিকে মুক্তি দিতে বাংলাদেশ নামক স্বর্গীয় ভূ-খন্ডটিকে মানুষের একটি আস্থা ও ভালবাসার ভূমিতে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশ আম-জনতা পার্টি কাজ করবে এটা আমাদের বিশ্বাস ও ওয়াদা। আমরা দল মত নির্বিশেষে বাংলাদেশের আপামর জনতার জন্য কাজ করার প্রয়াসে অঙ্গিকারবদ্ধ। আমার বিশ্বাসযে আপনারা আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ আম-জনতা পার্টিকে সমর্থন ও সহযোগীতা করবেন। এই পার্টি বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের বিশ্বাাস-ভালবাসা ও রাজনীতির একটি মঞ্চ। আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ আম-জনতা পার্টি আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী। বাংলাদেশ ইলেকশন কমিশনারের প্রতি আপনাদের মাধ্যমে আমাদের আবেদন, বাংলাদেশ আম-জনতা পার্টিকে নিবন্ধিত করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার সুযোগ করে দিবেন।