হাসপাতালে ১২ হাজার ছাড়াল ডেঙ্গু রোগী
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০২৩
দেশ ডেস্ক:: সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৮২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এই সময়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। ফলে ডেঙ্গুতে চলতি বছরে মৃতের সংখ্যা দাঁড়াল ৬৭ জনে।
নতুন করে হাসপাতালে ভর্তিকৃতদের মধ্যে ৬০৩ জনই ঢাকায় এবং ২১৭ জন ঢাকার বাইরের। এ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ১১৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি মাসের প্রথম ৮ দিনে ডেঙ্গুতে ২০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ হাজারের বেশি মানুষ।
এবার বর্ষা মৌসুম শুরুর আগেই এডিস মশাবাহিত এই রোগের প্রাদুর্ভাব বেড়েছে। ফলে এবার ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ২ হাজার ৫০২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এদের মধ্যে ঢাকার বাইরের ৭২৯ জন। এ বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ১১৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরের ছিলেন ২৩ হাজার ১৬২ জন।