বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি ওয়াট ফোর্ডের ঈদ পুনর্মিলনী
প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০২৩
ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি ওয়াটফোর্ড (বিডব্লিউএসডব্লিউ) ওয়াটফোর্ডে বাংলাদেশি কমিউনিটির জন্য ঈদ পুনর্মিলনীর আয়োজন করেছে।
গত ২ জুলাই রবিবার নগরির ক্যাসিওবেরি পার্কে এই উন্মুক্ত অনুষ্ঠানে শিশু-কিশোরসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।
সোসাইটির সভাপতি শাহেদুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম কে মঞ্জুর চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী পিঠা ও মিষ্টান্ন ঈদের পর একসঙ্গে খাওয়া। এসময় সংগঠনের অন্যান্য কার্যনির্বাহী ও সাধারণ সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি শাহেদুল আলম বলেন, বিডব্লিউএসডব্লিউ ওয়াটফোর্ডে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে, একটি সুন্দর ও রুচিসম্মত সংস্কৃতি ছড়িয়ে দিতে এবং অন্যান্য জাতিগোষ্ঠীর সমাজের সঙ্গে সুসম্পর্ক তৈরি এবং বৈচিত্র্য আনতে কাজ করছে। সংবাদ বিজ্ঞপ্তি