বালাগঞ্জ-ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির নির্বাচনে তোফা-সাজ্জাদ-হাবিব প্যানেলের পরিচিতি ও নির্বাচনী সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২৩
বৃটেনের প্রাচীনতম এবং বৃহৎ সংগঠন প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে তোফা-সাজ্জাদ-হাবিব প্যানেলের (সানফ্লাওয়ার প্রতিক) এর পরিচিতি ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১২ জুলাই সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতে সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও ট্রাষ্টের সাবেক চেয়ারম্যান শ্রী রবীন পাল।
আবুল কালাম শেখ এবং মতাহির আলী সুহেলের যৌথ পরিচালনায় সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাষ্টের সাবেক চেয়াম্যান মো: অনাহার মিয়া।
সভায় আরো বক্তব্য রাখেন নুরুল হক মিয়া নুর আলী, মনাফ মিয়া, সাদ মিয়া, মশাহিদ আলী বেলাল, আনছার মিয়া,হান্নান মিয়া, আজমল আলী খান, তালেব আলী, বদরুজ্জামান চৌধুরী, আব্দুস সালাম, আনছার আলী, সুরমান হোসেইন, আব্দুল কাদির রুনু, মাহমদ আলী মামুন কবির চৌধুরী, ট্রাষ্টের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, আছাব আলী, নুরুল ইসলাম জিতু, সেলিম আহমদ লুদু, সুনা মিয়া, সাইদুল আলম চৌধুরী, সুরত আলী, দিলওয়ার হোসেন, নুরুল হক (আদম আলী) , আব্দুল মতিন তালুকদার, কবির হেসেন, সেলিম আহমদ রেজা, হাজী গয়াছ মিয়া, আব্দুস সামাদ আজাদ, সাহেল তফাদার, এমরান আহমদ, আনছার হোসেইন, আব্দুল মজিদ সিরাজ, জিলু মিয়া, গয়াছ মিয়া, সিরাজ উদ্দিন, ফারুক উদ্দিন, চান মিয়া, আজম আলী, আতিকুর রহমান প্রমুখ।
সভায় প্যানেলের পক্ষ থেকে বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল আহমদ তোফা, সাধারণ সম্পাদক সাজ্জাদ মিয়া, ট্রেজারার পদপ্রাথী হাবিবুর রহমান।
প্যানেল পরিচিতি সভায় বক্তারা যার যার অবস্থান থেকে সানফ্লাওয়ার প্রতিকের পক্ষে কাজ করে যাওয়ার আহ্বান জানান পাশাপাশি আগামী ৩০ জুলাই রবিবার ইষ্ট লন্ডনের হেনবারী স্ট্রিট লন্ডন ই-১ এ সমিতির সকল সদস্যবৃন্দকে তোফা-সাজ্জাদ-হাবিব প্যানেলে সানফ্লাওয়ার প্রতিকে ভোট দেওয়ার উদার্ত্ত আহ্বান জানান। সভার শুরুতে মাওলানা সানার মিয়ার কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কাজ শুরু হয় এবং দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘটে। দোয়ায় দেশ ও জাতীর কল্যাণ কামনার পাশাপাশি সানফ্লাওয়ার প্রতিকের বিজয়ের জন্য মহান আল্লাহ দরবারে প্রার্থনা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি