সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরীর রোগমুক্তির কামনায় লন্ডনে দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২৩
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর রোগমুক্তির কামনায় জাতীয়তাবাদী পরিবার যুক্তরাজ্য এর উদ্যোগে গত ১৭ জুলাই সোমবার লন্ডন জাইমা পাঠাগারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সুস্থতা কামনায় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো’র মাগফেরাত, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য-দীর্ঘায়ু, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য-দীর্ঘায়ু, কামনা ও দেশ-জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও লন্ডন মহানগর বিএনপি নেতা খালেদ চৌধুরীর পরিচালনায় দোয়া দোয়াপূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি আবেদ রাজা. জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপের সমন্বয়ক বিএনপি নেতা কামাল উদ্দিন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি হাজী তৈমুস আলী, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি মোঃ তাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক, যুগ্ম সম্পাদক গুলজার আহমেদ, যুগ্ম সম্পাদক মিসবাহুজ্জামান সোহেল, বিএনপি নেতা এমদাদ হোসেন টিপু, শামসুর রহমান মাহতাব, আমিনুর রহমান আকরাম, যুক্তরাজ্য বিএনপির সহসাধারণ সম্পাদক ফেরদৌস আলম, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সহ দফতর সম্পাদক সেলিম আহমেদ , যুক্তরাজ্য সেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন, যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, কেন্দ্রীয় জাসাস এর সাবেক সহ-সভাপতি এমএ সালাম, যুক্তরাজ্য বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, হাবিবুর রহমান হাবিব, মোস্তাক আহমেদ, আবদুল হামিদ খান হেভেন, শিবলী শাহিদ, মোহাম্মদ আরিফ আহমেদ, লন্ডন মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শরীফ উদ্দিন ভুঁইয়া বাবু. সহসভাপতি আব্দুস সালাম আজাদ, সহসভাপতি আব্দুর রব, সহসভাপতি এম এ তাহের প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি