ইউকে জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২৩
ঢাকাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের সহযোগী সংগঠন ইউকে জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ জুলাই সোমবার পূর্ব লন্ডনের গ্রান্ড রসই রেষ্টুরেন্টের হলরুমে এই সভা হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দিলোওয়ার হোসেন।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক শানুর খান। ইউকে জালালাবাদ অ্যাসোসিয়েশনের সদস্য সচিব আমিনুল হক জিল্লুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সদস্য দেলোয়ার হুসেন, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, মামুনুর রশিদ, দেলোয়ার হুসেন, মাহবুব আহমেদ রাজু, ময়নুল হক, আসাদ উদ্দিন, সুলতান বাহার, জাকির হুসেন, জুবায়ের আহমেদ, ফিরুজুল হক, সামচুল আলম মাখন, ফারুক মিয়া, শাহেদ আহমেদ, শাব্বির আহমেদ, সাদিক রহমান বকুল, এম এ মজনু, বাবুল খান, সৈয়দ তারেক, সারওয়ার কবির, আলী বেবুল, সোহেল আহমেদ স্বপন, নুরুজ্জামান, আতিকুর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ।
ঢাকা জালালাবাদ অ্যাসোসিয়েশন থেকে অনুমোদনের কপি সংগঠনের নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করা হয়। ইউকে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কার্যক্রম এবং আগামী দিনের কার্যক্রম ও নির্ধারণ করা হয় সভায়। সংগঠনের নেতৃবৃন্দ জালালাবাদ অ্যাসোসিয়েশনের ঐতিহ্য এবং এর গৌরবময় ইতিহাস তুলে ধরেও বক্তব্য রাখেন। সবশেষে নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে। সংবাদ বিজ্ঞপ্তি