লন্ডনে দর্পন বুক ক্লাব উদ্যোগে কবি আব্দুছ ছালাম চৌধুরীকে সম্মাননা প্রদান
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২৩
লন্ডনে দর্পণ বুক ক্লাবের উদ্যোগে কবি আব্দুছ ছালাম চৌধুরীকে সম্মাননা প্রদান করা হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর ইস্ট লন্ডনের প্রিন্সলেট স্ট্রিটস্থ দর্পণ মিডিয়া সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুক ক্লাবের সভাপতি সাংবাদিক রহমত আলী ও পরিচালনা করেন জেনারেল সেক্রেটারি সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভির ব্যুারো চীফ ইকরামুল কবির।
বিশেষ অতিথি ছিলেন লন্ডন বাংলা স্কুলের চেয়ারম্যান ও আমাদের প্রতিদিন সম্পাদক আনোয়ার শাহজাহান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আব্দুল মুকিত চুনু এমবিই, বুক ক্লাবের সহ সভাপতি কবি আসমা মতিন, অধ্যাপক মিসবাহ উদ্দিন আহমদ, অধ্যাপক আব্দুল হাই, আঙ্গুর মিয়া, রেদওয়ান খান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বহু সংস্কৃতির মিলন কেন্দ্র বিলেতের বাংলা সাহিত্য-সংস্কৃতি রক্ষায় দর্পণ ক্লাব বিশেষ ভূমিকা পালন করছে বলে অভিমত প্রকাশ করেছেন। অনুষ্ঠানের প্রধান অতিথি সাংবাদিক ইকরামুল কবির বলেছেন, সিলেট অঞ্চলের মানুষজন যুক্তরাজ্যে বেশী বসবাস করেন তাই সিলেট ও লন্ডনকে তিনি আলাদা করে দেখেন না। তার কাছে মনে হয় তিনি সিলেটের কোন অনুষ্ঠানেই যোগদান করেছেন। এ সময় তিনি প্রবাসীদের বিভিন্ন সমস্যার ব্যাপারে বিশেষ করে তাদের জবরদখলকৃত বাসাবাড়ি ও জায়গাজমি উদ্ধারে বেশ কিছু কাজ করেছেন বলে জানান ও আগামীতে এ সমস্ত যে কোনো সমস্যায় তিনি কাজ করে যাবেন বলে আশ্বাস প্রদান করেন। এ অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানোর জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।
সংবর্ধিত অতিথি কবি আব্দুছ ছালাম চৌধুরী তাকে সম্মাননা প্রদানের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এটা তার জীবনে বিশেষভাবে স্মরনীয় হয়ে থাকবে। তিনি আরও বলেন, কলেজ জীবন থেকে তার লেখালেখি শুরু হয়েছে এবং তার এ সমস্ত কবিতা, বই, গল্প, গান, নাটক বিভিন্নভাবে প্রকাশিত হয়েছে ও জনপ্রিয়তা লাভ করেছে। তাই এ চর্চার মাধ্যমে তিনি নিজের প্রতিভাকে বিকশিত করার সূযোগ পেয়েছেন। তিনি বলেন, বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয়ে লেখালেখির পাশাপাশি তিনি তা চিত্রায়ন ও রুপায়ন করেন। তা ছাড়া নতুন প্রজন্মের জন্যও বই লিখে তাদের বাংলা চর্চার ব্যাপারে উৎসাহ প্রদান করে যাচ্ছেন। আর এর ফলে যুক্তরাজ্যে বেড়ে উঠা ব্রিটিশ বাঙালী ছেলেমেয়েরা তাদের শেখড়ের সন্ধান পাচ্ছে।
বিশেষ অতিথি আনোয়ার শাহজাহান বলেন, কবি, সাহিত্যিক, গীতিকার ও নাট্যকার আব্দুছ সালাম চৌধুরী এমন একজন, যিনি বহুমুখী প্রতিভার অধিকারী। তাই তিনি আমাদের গৌরব। আব্দুল মুকিত চুনু এমবিই ব্রিটেনে বাঙালী প্রজন্মের অব্যাহত সাফল্যের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন, আব্দুছ ছালাম চৌধুরী, কবি দিলরুবা ইয়াসমিন রুহি, কবি আমানউদ্দিন, আফিয়া বেগম শিরি ও তামান্না আক্তার মিয়া। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন কবি আসমা মতিন ও কবি আফিয়া বেগম শিরি। প্রধান অতিথিকে বরণ করে নেন অভিনেত্রি দিলরুবা ইয়াসমিন রুহি। সংবর্ধিত অতিথিকে উত্তরীয় পড়িয়ে দেন এবং ক্লাবের পক্ষ থেকে সম্মাননা সনদ প্রদান করেন সভাপতি রহমত আলী। এ সময় সংবর্ধিত অতিথি ও প্রধান অতিথির পরিচিতি উপস্থাপন করেন, যথাক্রমে মিসবাহ উদ্দিন আহমদ ও অধ্যাপক আব্দুল হাই।
উল্লেখ্য, যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত দর্পণ বুক ক্লাব লন্ডন-এমন একটি প্রতিষ্ঠান যা বহু সংস্কৃতির মিলন কেন্দ্র বিলেতের বাংলা সাহিত্য-সংস্কৃতি রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে করছে। এর ধারাবাহিকতায় প্রতিমাসে, বাংলা ভাষাভাষি কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিল্পিকে সম্মাননা প্রদান করে যাচ্ছে। সাথে সাথে তাদের প্রকাশিত বইপত্র প্রকাশ ও প্রচারে ভূমিকা রাখছে। সংবাদ বিজ্ঞপ্তি