লন্ডনে কক্সবাজার ইন্টারন্যাশনাল ফৌরামের যাত্রা শুরু
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২৩
কক্সবাজারের টেকসই উন্নয়ন ও চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয় ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে গত ৩ সেপ্টেম্বর লন্ডনের টেভিয়ট সেন্টারে কক্সবাজার ইন্টারন্যাশনাল ফৌরাম তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। অনুষ্ঠানটিতে যুক্তরাজ্যে বসবাসরত সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য, শুভান্যুধায়ী ও বাংলাদেশ অধ্যায়ের সদস্যরা ভিডিও যোগাযোগ মাধ্যমে যুক্ত ছিলেন।
অভিষেক অনুষ্ঠানে কক্সবাজার ইন্টারন্যাশনাল ফৌরামের প্রতিষ্ঠাতা সদস্য সারজিল আহসান ফৌরাম গঠনের কারণ, মিশন ও ভিশন সম্পর্কে সংক্ষিপ্ত বিবরন তুলে ধরেন।
তিনি বলেন আমারা কক্সবাজারের জলবায়ু পরিবর্তন, শরনার্থী সংকট, শিক্ষা, অর্থনীতি ,সামাজিক উন্নয়ন ও গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে সামর্থ অনুযায়ী কাজ করবো। আমরা উম্মুক্ত আলোচনা ও কৌশলগত অংশীদারিত্বকে প্রাধান্য দেবো।
ফৌরামের লিগাল কাউন্সেল ও প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল্লাহ আল মামুন কক্সবাজারের অন্তর্ভুক্তিমুলক ও টেকসই উন্নয়নে ফৌরামের ভূমিকা কি হতে পারে তা নিয়ে সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন।
প্রতিষ্ঠাতা সদস্য ইমরুল হাসান বলেন, কক্সবাজার ইন্টারন্যাশনাল ফৌরাম কালেকটিভ লিডারশীপের মাধ্যমে পরিচালিত হবে। প্রতিটি কাজের জবাবদিহিতা থাকবে। সদস্যদের মধ্যে ভাতৃত্ববোধ ও সমমর্য্যাদা চর্চা থাকবে।
ফৌরামের বাংলাদেশ অধ্যায়ের প্রতিষ্ঠাতা সদস্য সাঈদ বিন জেবর কক্সবাজারের জাতীয় ও ভূকৌশলগত গুরুত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন কক্সবাজার প্রতিদিন বহুমাত্রিক সমস্যার মুখোমুখি হচ্ছে। তিনি এসব সমস্যা সমাধানে বিভিন্ন স্টেইকহোল্ডারদের সাথে নিবিড় যোগাযোগ ¯’াপনের প্রস্তাব দেন।
জেসিআই কক্সবাজারের প্রেসিডেন্ট ও ফৌরামের প্রতিষ্ঠাতা সদস্য আশিকুজ্জামান বলেন, ভৌগলিক অব¯’ানের কারণে কক্সবাজার বিভিন্ন এক্টরের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমরা নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। এসব চ্যালেঞ্জ শুধু কক্সবাজারবাসীর পক্ষে মোকাবেলা করা সম্ভব না। আমাদের সহযোগিতা ও অংশীদারিত্ব বাড়াতে হবে।এক্ষেত্রে সরকারী, বেসরকারী, জাতীয় ও আন্তর্জাতিক সং¯’াগুলোর সাথে সহযোগিতা ও অংশীদারিত্বমূলক সম্পর্ক ¯’াপন করা যায় কিনা তা বিবেচনার আহ্বান জানান।
অভিষেক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপ¯ি’ত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য নোহেদুল মুনির, ইশতিয়াকুল হক কমল, আবুল হাসনাত, আদিল মাহমুদ, আশফাক রনি, মোহাম্মদ কলিম, ইয়াসিন আরাফাত, তানিম মাহমুদ, সাদিয়া আফরিন, সনিয়া জেরিন জুহি,(মামুন ভাই অনর পরিবারের নাম ত ন জানি) সালমান আওমেদ, রাকিব আহমেদ। তাঁরা ফৌরামের কর্মপরিধি, ক্লাইমেট রেসিলিয়েন্স, কালচারাল এক্সচেইঞ্জ ও হিউম্যানিটেরিয়ান এসিসটেন্স ইস্যুতে মতামত সংবাদ বিজ্ঞপ্তি