পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আঞ্জুমানে আল ইসলাহ বার্মিংহাম শাখার সংবাদ সম্মেলন
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২৩
রাজু আহমেদ, বার্মিংহাম :: মাহে রবিউল আউয়াল মহানবী স. এর আগমনের মাস। বিশ্বব্যাপী নবীপ্রেমিকেরা নানা আয়োজনের মাধ্যমে এ মাসটি উদযাপন করে থাকেন। এরই ধারাবাহিকতায় আঞ্জুমানে আল ইসলাহ বার্মিংহাম শাখা আয়োজন করেছে বর্ণাঢ্য র্যালি ও রসুল স. এর জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা ও দোয়া মাহফিল।
গত ২০ সেপ্টেম্বর মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আঞ্জুমানে আল ইসলাহ বার্মিংহাম শাখা এই তথ্য জানিয়েছে। আগামী ৮ অক্টোবর বার্মিংহামে অনুষ্ঠিতব্য র্যালি ও আলোচনা সভা সফল করতে সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। র্যালিতে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের জন্য আয়োজকরা আবেদন আহ্বান জানানো হয়।
বাংলাদেশ মাল্টিপার্পাস সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের বার্মিংহাম শাখার সভাপতি বদরুল হক খান। পরিচালনা করেন সাধারণ সম্পাদক এমডি শামিম আল মামুন (রুমেল)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে আল ইসলাহ, যুক্তরাজ্য শাখার জয়েন সেক্রেটারী, ব্রিটিশ মুসলিম স্কুলের প্রিন্সিপাল মাওলানা কাদির আল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ কমিউনিটি নেতা আলহাজ্ব নাসির আহমদ, আঞ্জুমানে আল ইসলাহ, যুক্তরাজ্য এর সাবেক কেন্দ্রীয় সভাপতি আখতার হোসেন জাহেদ, সংগঠনের যুক্তরাজ্যে শাখার উপদেষ্টা এমদাদ হোসেন, বার্মিংহাম শাখার সহ সভাপতি মাওলানা আতিকুর রহমান, মিডল্যান্ড শাখার সেক্রেটারী মাওলানা হুসাম উদ্দিন আল হুমায়দী প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী মাওলানা হাবিবুর রহমান, নাত পরিবেশন করেন ক্বারী মাওলানা আবুল খায়ের। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সেন্টারের সেক্রেটারী আব্দুল কুদ্দুস রাজু,বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডস এর সভাপতি, বাংলা ভয়েস সম্পাদক মোহাম্মদ মারুফ, বার্মিংহাম প্রেসক্লাবের সেক্রেটারী, এটিএন বাংলার বার্মিংহাম প্রতিনিধি জয়নাল ইসলাম, আঞ্জুমানে আল ইসলাহ স্যান্ডওয়েল শাখার সেক্রেটারী হাফিজ আলী হোসেন বাবুল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, র্যালি শুরু হবে বাংলাদেশ মাল্টিপার্পাস সেন্টার থেকে সকাল ১১টার সময়। রসুল স. এর জীবন বৃত্তান্ত নিয়ে আলোচান সভা অনুষ্ঠিত হবে বাংলাদেশ মাল্টি পার্পাস সেন্টারে। রসুলপ্রেম প্রদর্শন করতেই এই র্যালির আয়োজন। তাই মানবতার মুক্তিরদূত মহানবী (স.) এর প্রতি সর্বোচ্চ ভালবাসা প্রদর্শন করতে সর্বস্তরের জনগণের প্রতি র্যালিতে অংশ নেয়ার জন্য আবেদন জানান সংবাদ সম্মেলনের আয়োজকরা। এই আয়োজনে সহযোগি হিসেবে থাকবে আঞ্জুমানে আল ইসলাহ মিডল্যান্ডস শাখা।