সাউন্ডটেকের ষষ্ঠ গোল্ডকাপের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২৩
বৃটেনের জনপ্রিয় ও প্রাচীন ক্যারম ক্লাব সাউন্ডটেক ক্যারম ক্লাব ইউকে আয়োজিত ষষ্ঠ ক্যারম গোল্ডকাপের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টায় ক্লাবের নিজস্ব ভবনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।
এতে সাউন্ডেক ক্যারম ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহমান খান সুজার পরিচালনায় ও অন্যতম উদ্যোক্তা মোঃ সোনাহর আলী রিংকুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন ব্যুরো অফ টাওয়ার হ্যামলেট’স কাউন্সিলের স্পীকার কাউন্সিলর জাহেদ বক্ত চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন লন্ডন এডুকেশন ট্রাস্ট ইউকে চেয়ারম্যান সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটেস কাউন্সিল এর সাবেক স্পিকার কাউন্সিলর শাফি আহমেদ, পোপলার ক্যারম একাডেমির অন্যতম প্রতিষ্ঠাতা সুমন আহমদ, ক্যারম জগতে বারবার চ্যাম্পিয়ন মাজহারুল ইসলাম মুন্না প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন রাশেদ আলী তালুকদার।
বিশাল ক্যারম প্রেমি দর্শকের উপস্থিতিতে চূড়ান্ত ফাইনাল খেলায় ফারুক ও রাসু কে ২-০ গেইমে পরাজিত করে লিটন ও দিপু জুটি ষষ্ঠ আসরের গোলডকাপ বিজয়ী হন। খেলায় অংশ গ্রহণকারি সকল প্লেয়ার ও বিজয়ীদেরঅভিনন্দন ও ধন্যবাদ জানানো হয় ক্লাবের পক্ষ থেকে।
উল্লেখ্য, ২০১৮ সাল থেকে যুক্তরাজ্যে প্রতি বছর এত বড় ক্যারম টুর্নামেন্ট আয়োজন করে যাচ্ছেন ক্লাবের প্রতিষ্ঠাতা আব্দুর রহমান খান সুজা। তিনি স্টেন্ডিং ক্যারামকে উচ্চ পর্যায়ে নিয়ে গেছেন। যুক্তরাজ্যে বসবাসকারী এমন কোন খেলোয়াড় নেই যে এই সাউন্ডটেক এ খেলেননি। উক্ত গোল্ডকাপে প্রথম থেকে চতুর্থস্থান পর্যন্ত নগদ অর্থ ও সেরা ট্রফি প্রদান করা হয়। যা বাংলাদেশি টাকায় প্রায় দেড় লক্ষ টাকা। আর যারা আজকের এই খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন তাদের এক বছরের জন্য হোল্ডিং ট্রফি ২১ কারেন গোল্ড। যার বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকার উপরে।
সাউন্ডটেক ক্যারম ক্লাব ইউকে নতুন কার্যকরী কমিটি ও সকল অতিথিরা ক্লাবের কর্ণদার আব্দুর রহমান খান সুজার প্রসংশা করেন ও তাকে ধন্যবাদ জানান। সংবাদ বিজ্ঞপ্তি