যুক্তরাজ্যে ভ্যাপিং নেশায় ডুবছে তরুণ সমাজ : অভিভাবকেরা নির্বিকার
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৩
সৈয়দ আবদুল কাদির : নিয়মিত ধুমপায়ীদের ধুমপানের বদ অভ্যাস থেকে ধীরে ধীরে সরিয়ে আনার প্রত্যয় নিয়ে ভ্যাপ নামক ধুমপান আবিস্কৃত হলেও তা হিতে বিপরীত রুপ লাভ করেছে। এখন অনেকের মাঝেই এ ভ্যাপ নেশাজাতিয় আসক্তিতে পরিনত হয়েছে।
অপ্রাপ্ত বয়সী স্কুল কলেজগামী ছেলে মেয়েদের মধ্যে এ ক্ষতিকারক আসক্তির প্রচলন প্রকট রুপ ধারন করেছে। যাঁদের হাতে পূর্বে বই আর কলম ছিল, এখন অনেকের হাতেই ভ্যাপ দেখতে পাওয়া যায়।
অনেক ছাত্র ছাত্রীরা রাস্তায় হাঁটার সময়ে জনসম্মুখে প্রকাশ্যে ভ্যাপ (ধুমপান) করছে। এই ভ্যাপ প্রকাশ্যে ধুমপান আরো সহজতর করে দিয়েছে। ছাত্র ছাত্রীদের অনেকের ঘরে টেবিলের উপরে বর্তমানে বিভিন্ন ফ্লেভারের ভ্যাপ অভিভাবকগন দেখতে পান।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক তার উনিশ বছর বয়সী ছেলের ঘরে টেবিলের উপরে বিভিন্ন ফ্লেভারের ভ্যাপ এবং ভ্যাপ রিপ্যালসমেন্ট সরঞ্জামাদি দেখতে পান । তিনি বলেন, এই ভ্যাপ আসক্তি থেকে কোমলমতি সন্তানদের দূরে সরিয়ে রাখতে এর ক্ষতিকারক দিকগুলো সন্তানদের অবহিত করতে হবে । তা না হলে আমাদের সন্তানরা অতি মাত্রায় ভ্যাপ আসক্তির ফলে বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত হবে । অধিকমাত্রায় ভ্যাপ (ধুমপান ) করলে
সরদি-কাশি, পেটে বেদনা, যক্ষা, হৃদরোগসহ শারীরিক ও মানসিকভাবে বিভিন্ন রোগের উপসর্গ দেখা দিতে পারে বলে বিশেষজ্ঞগণ মনে করেন।