হাফ টার্ম ফান ‘হ্যালো-সপ্তাহ’
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৩

Happy smiling multinational group of children making Halloween home decorations together, kids painting pumpkins and making paper cuttings
২৩ থেকে ২৮ অক্টোবর এই হাফ টার্মে টাওয়ার হ্যামলেটস্ বারার পার্ক এবং উন্মুক্ত জায়গায় আয়োজিত হ্যালোউইনের মজা এবং অন্যান্য ক্রিয়াকলাপের অংশ নিতে বারার বাসিন্দাদের আমন্ত্রণ জানানো হয়েছে।
পরিবারকে ব্যস্ত রাখতে কুমড়ো খোদাই, অ্যাডভেঞ্চার খেলা, পিৎজা তৈরি এবং ভুতুড়ে শিল্প ও কারুশিল্প সহ নানা আয়োজন থাকবে এই ইভেন্টগুলিতে। সকল আয়োজনে অংশ নেয়া যাবে নিখরচায় এবং টাওয়ার হ্যামলেটসের সকল পরিবারকে কাউন্সিল স্বাগত জানাচ্ছে।
0-১৫ বছর বয়সের জন্য উপযুক্ত এসব কার্যক্রমে অংশ নিতে আগ্রহী সকল শিশুর সাথে একজন প্রাপ্তবয়স্ক সঙ্গি থাকা আবশ্যক। স্থান সীমিত হলেও কোন বুকিংয়ের প্রয়োজন নাই। হ্যালোইন উৎসবকে ঘিরে হাফ টার্মের ছুটির দিনগুলোতে আয়োজিত এক্টিভিটিজ সম্পর্কে জানতে ভিজিট করুন। সংবাদ বিজ্ঞপ্তি