ইউকে জমিয়তে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ১৮ জন আলেম ও তরুণ
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৩
জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের কাউন্সিল অধিবেশন ও গণসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ অক্টোবর রবিবার কাউন্সিল অধিবেশন ও গণসম্মেলন অনুষ্ঠিত হয়। পুরো বৃটেনের বিভিন্ন শহর থেকে আগত প্রচুর সংখ্যক উদ্যমী জমীয়তকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছিল জমিয়তের এ ঐতিহাসিক কাউন্সিল অধিবেশন।
কাউন্সিল অধিবেশনে আগামী তিন বছরের জন্য নতুন কার্যকরী কমিটির ঘোষণা দেন বৃটেনে জমিয়তে উলামায়ে ইসলামের স্বনামধন্য বুজুর্গ আলেম মাওলানা শায়খ আসগর হুসাইন।
সম্মেলনে বাংলাদেশ থেকে কেন্দ্রীয় জমিয়তের সভাপতি হযরত মাওলানা শায়খ জিয়া উদ্দীন লিখিত বক্তব্য প্রেরণ করেন। কেন্দ্রীয় জমিয়তের মহাসচিব শায়খুল হাদীস মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীও ইউকে জমিয়তের এ কাউন্সিল অধিবেশনে লিখিত বক্তব্য প্রেরণ করেন।
একইভাবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী ও কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা মুফতি জাকির হুসাইন টেলিফোনিক বক্তব্যের মাধ্যমে ইউকে জমিয়তের কাউন্সিল অধিবেশনে অংশগ্রহণ করেন।
উপদেষ্টাগণ সহ মোট ১০১ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন মাওলানা শায়খ আসগর হুসাইন।
ইউকে জমিয়তের সভাপতি পদে পুনরায় দায়িত্ব পেয়েছেন মারকাজুল উলূম লন্ডন এর প্রিন্সিপাল মাওলানা শুয়াইব আহমদ। সিনিয়র সহ-সভাপতি পদে পূর্বের ন্যায় বহাল রয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মুফতী আবদুল মুনতাকিম। নতুন জেনারেল সেক্রেটারী নিযুক্ত হয়েছেন বিশিষ্ট সংগঠক আলেমেদ্বীন মাওলানা সৈয়দ নাঈম আহমদ। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মাওলানা শামছুল আলম। নতুন ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করবেন হাফিজ রশীদ আহমদ।
কাউন্সিল অধিবেশনে বাংলাদেশ থেকে লন্ডনে সদ্য আগত ১৮ জন তরুণ ও প্রতিভাধর আলেমেদ্বীন আনুষ্ঠানিক ভাবে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকেতে যোগদান করেন। যোগদান কারী তরুণ ও প্রতিভাধর আলেমেদ্বীন হলেন মাওলানা আব্দুল হাই, হাফিজ মাওলানা মুফতি অলীউর রহমান আরশাদী, মাওলানা জাবির চৌধুরী,মাওলানা দিলোয়ার,মাওলানা জাফর ইকবাল,মাওলানা জুবায়ের রায়হান, ইমরান হোসাইন, ফুয়াদ আহমদ, নুর উদ্দিন আহমদ, আব্দুল মান্নান,ইমরান আহমদ, সৈয়দ আলা মিয়া, সাজিদুর রহমান তুহিন,আব্দুল কাদির জাফর, মুসলেহ উদ্দিন,মোসাদ্দিক আহমদ মুহিম,হাফিজ সোহান, ইকবাল হোসেন প্রমুখ।
এসময় ইউকে জমিয়ত নেতৃবৃন্দ তাঁদেরকে আন্তরিক মোবারকবাদ জনিয়ে বরণ করে নেন।
সভার পক্ষ থেকে লন্ডনে নবাগত আলেমদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করে বক্তব্যে দেন ইউকে জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুফতি আবদুল মুনতাকিম।
তিনি বলেন, দ্বীনে ইসলামের হেফাজত ও সংরক্ষণ আল্লাহ তায়ালা জীবন্ত ব্যক্তিত্বদের দ্বারাই করেছেন। এ মর্মে আমরা সবাই অবগত যে, হযরত নবী করীম সা. সময় থেকে অদ্যাবধি দ্বীনে ইসলামের হেফাজত কল্পে আল্লাহ তা’লা যুগে যুগে যে সব মহান ব্যক্তিত্বদেরকে নির্বাচিত করেছেন, তাদের সাথে জমিয়তে উলামায়ে ইসলামের অবিচ্ছিন্ন যোগসূত্র অত্যন্ত মজবুতভাবে প্রতিষ্ঠিত।
ইসলামী ইতিহাসের সর্বজন মান্য এসব “আকাবির ও আসলাফ” এর সাথে জমিয়তে’র অবিচ্ছেদ্য সম্পর্ক এমন এক ঐতিহাসিক বাস্তবতা, যা অস্বীকার করার কোন সুযোগ নেই। অন্য কথায় ইসলাম রক্ষার জন্য যে ধারাবাহিক চেষ্টা শুরু থেকে অব্যাহত রয়েছে তা থেকে জমিয়তে উলামায়ে ইসলামকে পৃথক চোখে দেখার কোন উপায় নেই। সমগ্র উপমহাদেশে ইল্মী, আমলী, দাওয়াতী এবং সামাজিক ও রাজনৈতিক বর্তমান রূপ যে সব সংগ্রামী উলামায়ে কেরামের অক্লান্ত মেহনত ও পরিশ্রমের স্বর্ণালী ফসল, তাঁরা সকলেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জমিয়তে’রই সাথে সম্পর্কিত। সংবাদ বিজ্ঞপ্তি