বই মেলায় ফারহানা রহমান ইভার রচিত বই ব্যাপক সাড়া ফেলেছে
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৩
খালেদ মাসুদ রনি:: লন্ডনে আল-কোরআন একাডেমির ১০তম বই মেলায় ফারহানা রহমান ইভার সঠিক ইসলামী জ্ঞানের বিকাশ বই ব্যাপক সাড়া ফেলেছে। বইটিতে ৩টি অধ্যায় রয়েছে এবং ইসলামের ৫ টি স্তম্ভ নিয়ে বিভিন্ন তথ্য রয়েছে।
এর মধ্যে কোরআনের বিভিন্ন নাম ও অর্থ, নবীরা সবাই মুসলমান ছিলেন তার প্রমাণ, কোরআন কোনো হিন্দু নয়, মুসলমান মাওলানা বঙ্গানুবাদ করেছেন তার প্রমাণ, কাবা ঘর সৃষ্টি ও কাবা ঘর পৃথিবীর কেন্দ্রে অবস্থিত গ্রিনিচ মান মন্দীর নয় তার প্রমাণ, হজ্জ-ওমরা, যাকাতের বিস্তারিত বর্নণা কোরআন ও হাদিসের আলোকে রয়েছে।
এছাড়াও মানুষ সৃষ্টি থেকে শুরু করে জীবনের প্রতিটা বিষয়, মৃত্যুর পর কিভাবে গোসল করাতে হয়, কাফন পরাতে হয়,ওযু, তায়াম্মুম , ফরজ গোসল কিভাবে করতে হবে, মোটামুটি সব বিষয়ে অনেক তথ্য দেওয়া হয়েছে।
‘সঠিক ইসলামিক জ্ঞানের বিকাশ’ লেখা শুরু করেন ২০১৬ সালের নভেম্বর থেকে। ২০২১ সালে বইটি লেখার সমাপ্তি ঘটে। বইটি ইসলামী ফাউন্ডেশনে লিপিবদ্ধ করা হয়েছে। এই লেখকের আরো ৩টি বই শীগ্রই প্রকাশিত হবে।
ফারহানা রহমান ইভা বলেন, আমার এই বইটি দেখেছেন ও পড়েছেন ইষ্ট লন্ডন মসজিদ খতিব মাওলানা আব্দুল কাইয়ুম, ইষ্ট লন্ডন মসজিদের ইমাম আব্দুল মোমেন, বাংলাদেশ প্রেসিডেন্সি মসজিদ ঢাকার ইমাম। বই বাংলাদেশের প্রায় সব জেলায় সদকায় জারিয়া হিসাবে বিতরণ করা হয়েছে। এখনো আমার মামা মিজানুর রহমান, বিভিন্ন ইমামদের মাধ্যমে দেশের প্রত্যন্ত এলাকায় বই বিতরণ করে যাচ্ছেন।
উল্লেখ্য, ফারহানা রহমান ইভা বাগেরহাট জেলার বাসিন্দা মরহুম হাবিবুর রহমানের কন্যা। তিনি স্বামী মোঃ আব্দুল আউয়্যাল তালুকদারের সঙ্গে লন্ডনে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি অনার্স ও এম. এস. সি (ভূগোল) অনার্স (ভূগোল) রাজশাহী ভার্সিটি, এম.এস.সি(ভূগোল) এবং বি.এড ১ম শ্রেনীতে ৪র্থ স্থান (ন্যাশনাল ভার্সিটি) থেকে সম্পন্ন করেন। এছাড়া চাকুরী করেন, বি.সি.এম.সি কলেজ (লেকচারার ) যশোর, বাংলাদেশ। মুন্সিমেহের উল্লাহ টিচার্স ট্রেনিং কলেজ লেকচারার)যশোর, বাংলাদেশ।যশোর গার্হস্থ্য অর্থনীতি কলেজ (প্রতিষ্ঠাতা অধ্যক্ষ)।
২০০৮ সালের ২৯ আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০০৯ সালের ডিসেম্বর লন্ডনে আসেন। ছোটবেলা থেকেই কোরআন-হাদিসের প্রতি অকৃষ্ট ইভা ইসলামী শিক্ষা দেওয়ার পাশাপাশি ইসলামী বই লিখে যাচ্ছেন। এবারের বই মেলায় আল-কোরআন একাডেমি ফারহানা রহমান ইভাসহ ৩৪ জন লেখককে সম্মাননা প্রদান করেছে।