লন্ডনে বিপ্লব ও সংহতি দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৩
লন্ডনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। গত ৭ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি স্থানীয় হলে যুক্তরাজ্য বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
যুক্তরাজ্য বিএনপি’র সিনিয়র যুগ্ন -সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য মাহিদুর রহমান ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপি’র সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক সুরমা পত্রিকার সম্পাদক সামছুল আলম লিটন , মেজর (অবঃ ) সিদ্দিক , কর্নেল (অবঃ ) রুহুল আমিন, মেজর (অবঃ ) সিদ্দিক ও কর্নেল (অবঃ ) রুহুল আমিন তাদের বক্তব্যে ১৯৭৫ সালের ৩ নভেম্বর থেকে ৭ই নভেম্বরের পুরো প্রেক্ষাপট তুলে ধরেন।
সভায় এম এ মালিক তার বক্তব্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে জাতিকে একটি ক্রান্তিকাল থেকে উদ্ধার করেছিলেন। ১৯৭৫ সালে আবারো জাতি একটি সংকটময় মুহূর্ত থেকে উদ্ধার হয় যার নায়ক ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বর্তমানে দেশ ও জাতির জন্য আরেকটি ক্রান্তিকাল চলছে । দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাই একতাবদ্ধ , বর্তমান সংকট থেকে দেশ ও জাতিকে উদ্ধার করতে নতুন বিপ্লবের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান । তার নেতৃত্বে জনগণ বিজয় ছিনিয়ে আনবেই।
কয়ছর এম আহমেদ তার বক্তব্যে বলেন, ১৯৭১ থেকে ২০২৩ পর্যন্ত দেশে যতবার সংকট এসেছে ততবার জিয়া পরিবার এগিয়ে এসেছে। ১৯৭১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে বাংলাদেশ নামক মানচিত্রে ছিনিয়ে এনেছেন । ১৯৭৫ সালে কিছু কুচক্রী মহল প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে চক্রান্তে মেতে উঠে। বন্দি করা হয় তাকে, কিন্তু কোন চক্রান্তই সফল হয়নি । সংঘটিত সিপাহী ও জনতার বিপ্লবের ফলশ্রুতিতে জিয়াউর রহমানকে বন্দীদশা থেকে মুক্ত করে আনা হয় এবং পরবর্তীতে ক্ষমতার আসনে বসানো হয়। ১৯৯০ দেশের সংকটকালে স্বৈরাচার এরশাদের পতনে ঘটাতে এগিয়ে আসেন মা বেগম খালেদা জিয়া। বর্তমানে দেশ যখন গভীর সংকটে সেখানে দেশ ও জাতিকে বাঁচাতে বীরদর্পে এগিয়ে এসেছেন দেশনায়ক তারেক রহমান।
জাতীয় নির্বাহী কমিটির এই সদস্য বলেন, বিএনপির চলমান এক দফা আন্দোলনে ফ্যাসিবাদী সরকার হত্যা, জেল জুলুম চালাচ্ছে লক্ষ লক্ষ নেতাকর্মীকে মামলা দিচ্ছে , গ্রেফতার করছে কিন্তু তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সফল করতে বিএনপির নেতাকর্মীরা মামলা জেল জুলুমকে ভয় করেন না। বর্তমান আন্দোলকে সফল করতে সারা বিশ্বের প্রবাসী বাংলাদেশিদের দেশের গণতন্ত্রকামী আন্দোলকারীদের পাশে দাঁড়ানোর আহবান জানান। সংবাদ বিজ্ঞপ্তি