১০১ জন বৃটিশ বাংলাদেশীর ভলান্টারী কন্ট্রিবিউশনের স্বীকৃতি গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৩
বিশিষ্ট লেখক ও গবেষক ড. মোহাম্মদ আবুল লেইসের রচিত ১০১ জন বৃটিশ বাংলাদেশীর ভলান্টারী কন্ট্রিবিউশনের স্বীকৃতি গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত ১২ নভেম্বর রবিবার লন্ডন এন্টারপ্রাইজ একাডেমীতে এই উৎসব অনুষ্ঠিত হয়।
বুক লঞ্চিং কমিটির কনভেনার সলিসিটর ইয়াওর উদ্দিনের সভাপতিত্বে ও মিডিয়া ব্যক্তিত্ব ফারহান মাসুদ খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উয়ারউইক ইউনিভার্সিটির সাবেক প্রফেসার জেনী বিমরোজ।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদুস সামাদ চৌধুরী, কমিউনিটি নেতা ও সাবেক সিভিক মেয়র আব্দুল আজিজ সরদার, বিশিষ্ট ব্যবসায়ী ও বিবিসিইর সাবেক সভাপতি শাহগীর বখত ফারুক ও কে এম আবুতাহের চৌধুরী। সভায় বৃটেনের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক কমিউনিটি নেতৃবৃন্দ, কাউন্সিলার, আলেম, সাংবাদিক ও সুধী সমাজ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন লেখক ডঃ মোহাম্মদ আবুল লেইস, লেখক ও সাংবাদিক নবাব উদ্দিন, কাউন্সিলার আব্দুল জব্বার, ব্যারিস্টার নাজির আহমদ,কাউন্সিলার আ ম ওহিদ আহমদ, প্রিন্সিপাল আশিদ আলী, মিসেস কামরুন নাহার, শোভা মতিন, মিসেস ফাতেমা ইসলাম, মুফতি আব্দুল মুনতাকিম , বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, কেএম আবু তাহের চৌধুরী, মসুদ আহমদ, গ্রন্থের লেখক লেখক ও গবেষক ড. মোহাম্মদ আবুল লেইস, প্রভাষক আব্দুল হাই প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা ড: মোহাম্মদ আবুল লেইসের তিন বছরের গবেষণার ফসল এই গ্রন্থ রচনা করে ১০১ জন ভলান্টিয়ারকে স্বীকৃতি প্রদানের জন্য অশেষ ধন্যবাদ জানান। এই গ্রন্থকে একটি মূল্যবান দলীল ও রেফারেন্স বই হিসাবে উল্লেখ করেন। এই গ্রন্থে শতকরা ৬৭ শতাংশ লোকের মতামতের ভিত্তিতে সমাজে কেএম আবু তাহের চৌধুরীর ভলান্টারী কনট্রিবিউশনকে সর্বোচ্চ স্বীকৃতি প্রদান করা হয় এবং তাঁকে একটি ক্রেষ্ট প্রদান করা হয়।
উল্লেখ্য, ১০১ জন স্বীকৃতিপ্রাপ্তদের মধ্যে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মুফতী আবদুল মুনতাকিম (প্রতিষ্ঠাতা প্রধান পরিচালক জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেট) কে তাঁর বহুবিধ দ্বিনী খেদমত ও কমিউনিটি অ্যাক্টিভিটিসের জন্য গুরুত্ব সহকারে তালিকাভুক্ত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি