ব্যবসায়ী-উদ্যোক্তাদের নিয়ে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বিশেষ কর্মশালা, স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতা দিতে নির্বাহী মেয়রের প্রতিশ্রুতি
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৩
এক অর্থবছরে স্থানীয় সরকারগুলো পাবিলক প্রকিউরমেন্ট খাতে ব্যয় করেছে ৩৭৯ বিলিয়ন পাউন্ড, কাউন্সিলের সাথে ব্যবসার অপার সুযোগ

২১ নভেম্বর মঙ্গলবার সকালে হোয়াইটচ্যাপেল রোডস্থ টাউন হলে অনুষ্ঠিত বিজনেস মাস্টারক্লাসে শতাধিক ব্যবসায়ী, উদ্যোক্তারা অংশ নিয়েছিলেন। এর মধ্যে বিএমই (ব্ল্যাক এন্ড মাইনোরিটি এথনিক) কমিউনিটি থেকে প্রায় ২০ জন ব্যবসায়ি—উদ্যোক্তা অংশ নেন। সকালে কর্মশালার উদ্বোধনী পর্বে অংশ গ্রহণকারীদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন কাউন্সিলের কেবিনেট মেম্বার ফর জবস্, স্কিলস্ এন্ড গ্রোথ, কাউন্সিলর আব্দুল ওয়াহিদ।
এসব মাস্টারক্লাসে কিভাবে ব্যবসা বাণিজ্যকে আরও সম্প্রসারণ করা যায় এবং নতুন নতুন ভাবনা নিয়ে নতুন ধরনের ব্যবসা শুরু করতে ঋণ বা তহবিলের যোগানের মত অর্থনৈতিক সহায়তা কিভাবে পাওয়া যায়, কিভাবে ব্যবসায় প্রযুক্তির সমন্বয় ঘটানো সম্ভব এবং স্থানীয় সরকার কর্তৃপক্ষের ক্রয় প্রক্রিয়ায় কিভাবে অংশ নেয়া যায়, ইত্যাদি নানা বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শকরা আলোচনা করেন।

ব্যবসায় বিষয়ক কর্মশালা প্রসঙ্গে মন্তব্যকালে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, সারাদেশের স্থানীয় সরকারগুলো কাউন্সিলগুলো গণ ক্রয় খাতে ২০২১/২২ অর্থ বছরে প্রায় ৩৭৯ বিলিয়ন পাউন্ড খরচ করেছে। টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলও প্রতি বছর শত শত মিলিয়ন পাউন্ড ব্যয় করে পাবলিক প্রকিউরমেন্ট খাতে। আমাদের ব্যবসায়ীরা যাতে কাউন্সিলের প্রকিউরমেন্ট প্রক্রিয়া ও পদ্ধতি সম্পর্কে জানতে পারেন, এবং কাউন্সিলের সাথে কিভাবে ব্যবসা করা যায়, সেই তথ্যগুলো অবহিত হন, সেজন্য আজকের এই কর্মশালায় বিশেষ একটি সেশন রাখা হয়েছে। এছাড়া ফান্ডিং লাভ করতে হলে কোথায় কিভাবে সহায়তা পাওয়া যাবে, কিভাবে ব্যবসাকে আরো সমৃদ্ধ করা যেতে পারে, ইত্যাদি বিষয়েও অংশগ্রহণকারীরা আজ অনেক কিছু জানার সুযোগ পেলেন।
তিনি বলেন, কাউন্সিল হিসেবে আমরা একটি ব্যবসা বান্ধব পরিবেশ তৈরী করতে চাই। আমরা চাই, টাওয়ার হ্যামলেটসের ব্যবসায়িরা এই বারায় নানান ধরনের ব্যবসা বাণিজ্যের পাশাপাশি কাউন্সিলের সাথেও ব্যবসার সুযোগ গ্রহণ করুন। এর ফলে আরো বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
এই বিজনেস মাস্টারক্লাসে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন এইচএসবিসি’র লকাল ডিরেক্টর ডেভিড শো। বিশেষজ্ঞ প্যানেলে ছিলেন, লন্ডন ব্রিটিশ বিজনেস ব্যাংক এর সিনিয়র ম্যানেজার (ইউকে নেটওয়ার্ক) ডেভিড উডস্, ক্ষুদ্র ও মাঝারি আকারের ব্যবসায়—উদ্যোগে তহবিলের যোগান দিতে সহায়তাকারী প্রতিষ্ঠান ক্যাশফ্লো লেন্ডিং এর প্রধান জোসেফ বাবালোলা, ব্যবসার জন্য শারিয়া—অনুযায়ি তহবিলের ব্যবস্থাকারী এফএসএ রেগুলেটেড বিকল্প ফাইন্যান্সিং প্ল্যাটফর্ম কারদুস এর ফাউন্ডার এবং সিইও হাসান দাহের, ১ মিলিয়ন মহিলাকে টেক এন্টারপ্রিনিওরশীপ উদ্যোগে নেতৃত্ব প্রদানকারী এথেনা ফান্ডএক্স এর ফাউন্ডার পার্টনার এঞ্জি মাদারা প্রমুখ বিষয়ভিত্তিক মাস্টারক্লাস পরিচালনা করেন।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের প্রকিউরমেন্ট টিমের শীর্ষ কর্মকর্তারা কিভাবে কাউন্সিলের সাথে ব্যবসা করা যায়, সে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন। এই সেশনে কাউন্সিলে পণ্য ও সেবা সরবরাহের নানা দিক তুলে ধরেন ইনক্লুসিভ সাপ্লাই চেইন প্রজেক্ট নিউএবল এর বায়ার এনগেইজমেন্ট এক্সপার্ট প্যাট্রিক নিকলসন।
