বিমানে শোয়েবুর রহমান চৌধুরীর মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবী
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২৩
উড্ডয়নরত অবস্থায় বাংলাদেশ বিমানের যাত্রী শোয়েবুর চৌধুরীর আকস্মিক মৃত্যুর তদন্ত দাবী করেছে ভয়েস ফর জাস্টিস ইউকে ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে। গত ২১ নভেম্বর মঙ্গলবার পূর্ব লণ্ডনের ভ্যালেন্স রোডস্থ কমিউনিটি সেন্টারে ভয়েস ফর জাস্টিস ইউকের উদ্যোগে বিমান যাত্রী শোয়েবুর রহমান চৌধুরীর আকস্মিক মৃত্যুর তদন্তের দাবীতে ও রুহের মাগফিরাত কামনা করে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
কে এম আবুতাহের চৌধুরীর সভাপতিত্বে ও প্রভাষক আব্দুল হাই এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কমিউনিটি নেতা হাজী মোহাম্মদ হাবিব, আব্দুল মুকিত, নুর বকশ, আশরাফ গাজী,ডঃ এম এ আজিজ, আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, আব্দুর রব, সলিসিটর ইয়াওর উদ্দিন, ইসতাব উদ্দিন আহমদ, শেখ আমিনুল হক, মাওলানা আব্দুল কুদ্দুছ, মাওলানা আশরাফুল ইসলাম, হাজী ফারুক মিয়া, সৈয়দ ফারুক আহমদ,খলিলুর রহমান, নুরুল হক প্রমুখ।
সভায় বক্তারা বিশিষ্ট সমাজসেবী ও কমিউনিটি নেতা বিমান যাত্রী শোয়েবুর রহমান চৌধুরীর মৃত্যুর সময় বিমানে কর্মকর্তা-কর্মচারীদের গাফিলতির সুষ্ঠু তদন্ত দাবী করেন। পাশাপাশি অতীতে চলন্ত বিমানে আরো ঘটনা ঘটেছে সেগুলোর সুষ্ঠু তদন্ত দাবী করেন।
শোয়েবুর রহমান চৌধুরীর মৃত্যুর সময় ঘটনার চাক্ষুষ স্বাক্ষী একজন বিমান যাত্রী তাঁর বক্তৃতায় অভিযোগ করে বলেন, শোয়েবুর রহমান চৌধুরীকে প্রথমে যে অক্সিজেন দেওয়া হয়, সেখানে কোন অক্সিজেন ছিলনা। বিমানে প্রশিক্ষিত কোন ফারস্ট এইডার বা ডাক্তার ছিলনা। মৃত যাত্রীর লাশকে বিমানের সিটে বসিয়ে নিয়ে আসার চেষ্টা করা হয়। লাশের প্রতি ঠিকমত সম্মান প্রদর্শন করা হয়নি। বিমান মরহুমের সুচিকিৎসার জন্য কোন জরুরী অবতরন করেনি।
সভায় বক্তারা আরো বলেন, বিমানের ভাড়া বেশী। কিন্তু সেবার মান খুবই খারাপ। বিমানে লাগামহীন দুর্নীতি ও যাত্রীদের অহেতুক হয়রানী বন্ধ না করলে বিমানকে ঐক্যবদ্ধভাবে বয়কট করতে হবে । তারা আরো বলেন, মরহুম শোয়েবুর রহমান চৌধুরী একজন বিশিষ্ট সমাজসেবী ,কমিউনিটি নেতা ও ব্যবসায়ী ছিলেন। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন বিশিষ্ট টিভি উপস্থাপক ও কমিউনিটি নেতা মাওলানা আব্দুল কুদ্দুছ জকিগঞ্জী।
এদিকে বাংলাদেশ বিমানে শোয়েবুর চৌধুরীর আকস্মিক মৃত্যুর তদন্ত দাবী করেছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে। গত ১৩ নভেম্বর এক যুক্ত বিবৃতিতে বিশিষ্ট সমাজসেবী ও কমিউনিটি নেতা বাংলাদেশ বিমান এর যাত্রী শোয়েবুর রহমান চৌধুরীর মৃত্যুর সময় বিমানে কর্মচারীদের গাফিলতির সুষ্ঠু তদন্ত দাবী করেছেন।
বিবৃতি দাতারা হলেন- গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনার মোহাম্মদ মকিস মনসুর, কো- কনভেনার মসুদ আহমদ, যুগ্ম- কনভেনার হারুনুর রশিদ, ও রেজাউল করিম সিপার, সদস্য সচিব ডঃ মুজিবুর রহমান, যুগ্ম সদস্য সচিব হেলেন ইসলাম, অর্থ সচিব এম আশরাফ মিয়া, ও সহ অর্থ সচিব জামাল হোসেনসহ বিভিন্ন রিজিওনাল ও শাখা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। একই সাথে সংগঠন এর পক্ষ থেকে শোয়েবুর চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোকাবহ পরিবারবর্গ এর প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি