খেলাফত মজলিস ব্রাডফোর্ড শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২৩
বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাডফোর্ড শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ নভেম্বর শুক্রবার এই সভা হয়।
এতে শাখার সভাপতি মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা আব্দুল জলিলের পরিচালনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহসভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাখার উপদেষ্টা হাফিজ জালালুদ্দিন, শাখার সহ সভাপতি ক্বারী মাওলানা জাহাঙ্গীর খান, আলহাজ্ব মুহসীন আহমদ প্রমুখ।
সভায় বক্তারা অবিলম্বে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব শায়খুল হাদীস মাওলানা মামুনুল হকসহ কারাবন্দী সকল রাজনৈতিক নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি ও ঘোষিত এক তরফা নির্বাচনী তফসিল বাতিলের দাবি জানান। বক্তারা সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের আয়োজন করতে আওয়ামীলীগ সরকারের প্রতি আহ্বান জানান। সভায় ব্রাডফোর্ড ও লীডস অঞ্চলে সংগঠনের কাজকে আরও গতিশীল করার জন্য বিভিন্ন আলোচনা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি