লন্ডনে মিশরীয় দূতাবাসের বাইরে হিযবুত তাহরীরের বিক্ষোভ সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২৩
লন্ডনে মিশরীয় দূতাবাসের বাইরে বিক্ষোভ সমাবেশ করেছে হিযবুত তাহরীর। গত ২৫ নভেম্বর বিক্ষোভ সমাবেশটি হিযবুত তাহরীর ব্রিটেনের সদস্য তাজি মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন হিযবুত তাহরীরের ব্রিটেনের নির্বাহী কমিটির চেয়ারম্যান ডঃ আবদুল ওয়াহিদ, সদস্য মাজহার খান, তাহা হানিফ এবং লোকমান মুকিম।
সমাবেশের প্রধান শিরোনাম ছিল-‘হে মিসরের সেনাবাহিনী! ঔপনিবেশিক নিপীড়ন থেকে নিজেদের এবং ফিলিস্তিনকে মুক্ত করতে এগিয়ে আসুন!’
পশ্চিমা ঔপনিবেশিক শাসকদের সমর্থনে জায়োনিস্টরা দীর্ঘ ৭৫ বছর ধরে বরকতময় ভূমি ফিলিস্তিনকে অবৈধভাবে দখল করে রেখেছে। অগণিত পুরুষ, মহিলা, শিশু এবং বয়স্ক ফিলিস্তিনবাসীরা নির্মম নিপীড়ন, অবরোধ, অপহরণ এবং হত্যার শিকার হয়ে আসছেন।
বক্তারা মিসরের সেনাবাহিনীকে আমেরিকা ও তাদের এজেন্ট সিসির নির্দেশ উপেক্ষা করে সীমান্তের দিকে অগ্রসর হতে এবং তাদের ফিলিস্তিনি ভাই-বোনদের অত্যাচারী ইহুদিবাদী শাসকের আগ্রাসন থেকে উদ্ধার করতে আহবান জানান।
বক্তারা বলেন, আমরা বিশ্বের জনগণকে এই অঞ্চল থেকে সমস্ত পশ্চিমা সামরিক ক্ষমতা প্রত্যাহারের দাবি জানাতে এবং জায়োনিস্টদের সমস্ত আর্থিক সহায়তা প্রত্যাহার করতে আহবান জানাই; শুধু তাই নয়, আশেপাশের সেসব মুসলিম শাসক যারা ইহুদীবাদীদের সবচেয়ে বড় রক্ষক তাদেরকেও প্রত্যাখ্যান করার জন্য আহŸান জানাই।
মানবজাতির বিরুদ্ধে ঘৃণ্য এই অপরাধমূলক আগ্রাসন অবসানের সময় এসেছে। সময় এসেছে রাসুল (সা.)-এর নবুওয়্যতের পথে খিলাফত পুনঃপ্রতিষ্ঠা করার, সময় এসেছে এই বরকতময় ভূমি ও সমগ্র বিশ্বে আরও একবার স্থায়ী শান্তি ও ন্যায়বিচার ফিরিয়ে আনার। এই বিক্ষোভ সমাবেশে ইংল্যান্ডের বিভিন্ন শ্রেণী পেশার নারী-পুরুষ ও তরুন-তরুনীর উপস্তিতি ছিল উল্লেখযোগ্য। পরিশেষে সমাবেশটি বিজয়ের জন্য সাহায্য ও সমগ্র ফিলিস্তিনের মুক্তি কামনা করে আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে শেষ হয়। সংবাদ বিজ্ঞপ্তি