‘দেশবাসী পাতানো নির্বাচন প্রত্যাখান করবে’
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২৩
বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার নিয়মিত মাসিক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩ ডিসেম্বর রবিবার সংগঠনের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি ছালেহ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ সভাপতির আলহাজ্ব মাওলানা আতাউর রহমান,সহ সভাপতির হাফিজ মাওলানা শায়খ ছালেহ আহমদ, সহ সভাপতি শায়খ মাওলানা ছালেহ আহমদ হামিদী, সহ সভাপতি মাওলানা মুহাম্মদ শাহনূর মিয়া,সহ সভাপতি ব্যারিষ্টার শায়খ মাওলানা বদরুল হক, সহ সভাপতি শায়খ মাওলানা নাজিম উদ্দিন,সহ সাধারণ সম্পাদক মাওলানা মুসলেহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফিজ মন্জুরুল হক,প্রশিক্ষণ সম্পাদক মুফতী সালাতুর রহমান মাহবুব,সহ প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা লিয়াকত হোসাইন,সহ প্রচার সম্পাদক আলহাজ্ব মাষ্টার মুহাম্মদ ফজল উদ্দিন,নির্বাহী সদস্য মাওলানা মুহিউদ্দীন খান, মাওলানা বুরহান উদ্দিন, হাফিজ মাওলানা মুশফিকুর রাহমান মামুন প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন,জনগণ ও বিভিন্ন রাজনৈতিক দলের যৌক্তিক দাবি কে উপেক্ষা করে আওয়ামীলীগ সরকার একতরফা নির্বাচনের আয়োজন করে দেশকে মহাসংকটের দিকে ধাবিত করেছে।বাংলাদেশ খেলাফত মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক দল সমূহ পাতানো এই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। দেশবাসী পাতানো এই নির্বাচন প্রত্যাখান করবে। দেশকে সংঘাত থাকে রক্ষা করতে জনদাবী মেনে নিয়ে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের উদ্যোগ নিতে হবে।
অন্যথায় দেশের মুক্তিকামি জনতা তাদের ভোটাধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসতে বাধ্য হবে।নেতৃবৃন্দ অবিলম্বে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব শায়খুল হাদীস মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি রাজনৈতিক নেতৃবৃন্দ মুক্তির দাবী জানান। সংবাদ বিজ্ঞপ্তি