লেখক ও কবি মিজানুর রহমান মীরুকে সম্মাননা
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২৩
দর্পণ বাংলা বুক ক্লাব লন্ডনের উদ্যোগে লেখক ও কবি মিজানুর রহমান মীরুকে সম্মাননা প্রদান করা হয়েছে। গত ৩০ নভেম্বর লন্ডনের প্রিন্সলেট স্ট্রিটস্থ দর্পণ মিডিয়া সেন্টারে দর্পণ বাংলা বুক ক্লাবের মাসিক সাহিত্য সভার আয়োজন করা হয়।
এতে এ মাসের সেরা কবি হিসাবে বিশিষ্ঠ কবি ও লেখক মিজানুর রহমান মীরুকে সম্মাননা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন দর্পণ বাংলা বুক ক্লাবের চেয়ারম্যান সাংবাদিক রহমত আলী ও পরিচানা করেন জেনারেল সেক্রেটারী সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদিন। আলোচনা অংশ নেন- কমিউনিটি নেতা ও ব্রিকলেন ট্রাস্টের চেয়ার শাহ মুনিম, প্রফেসর মিসবাহ কামাল, সাবেক স্পিকার আব্দুল মুকিত চুনু এমবিই, লেখক ও কমিউনিটি নেতা আবুল কালাম আজাদ ছোটন, এম এ হান্নান, কবি ফয়জুর রহমান ফয়েজ, কবি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, মনিরুজ্জামান, সালাউদ্দিন শাহিন, ফারুক মিয়া, সাইফুর রহমান চৌধুরী, আবুল হোসেন, সাংবাদিক নাজমুল হোসেন, আনোয়ার খান, শাহ মালিক মর্তুজা ও ইসলাম উদ্দন প্রমুখ।
সভায় বক্তারা মিজানুর রহমান মীরুর বিভিন্ন সাহিত্যকর্মের কথা উল্লেখ করেন ও তার এ সৃষ্টিশীলতা অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ কর বলেন, তৃতীয় বাংলা খ্যাত বিলেতের বাংলা চর্চার জন্য দীর্ঘদিন ধরে দর্পণ বাংলা বুক ক্লাব কাজ করে যাচ্ছে তাই এটা প্রশংসার দাবি রাখে ও এই সমস্ত কাজ অব্যাহত রাখার জন্য সবার সবার সহযোগিতা কামনা করা হয়। সভার শুরুতে কবিকে ফুল দিয়ে স্বাগত জানানো হয় ও শেষ পর্যায়ে সম্মাননা সনদ প্রদান করা হয়।
উল্লেখ্য, বিগত প্রায় দুই বছর যাবত দর্পণ বাংলা বুক ক্লাব সাহিত্য ও সংস্কৃতি চর্চাসহ কবি-সাহিত্যিকদের সৃষ্টিশীল কাজের মূল্যায়ন ও তাদেরকে উৎসাহিত করার লক্ষ্যে সম্মাননা প্রদান করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় প্রতি মাসে এ ধরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়। তা ছাড়া বাংলাদেশসহ বিভিন্ন দেশের কবি- সাহিত্যিকদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়ে থাকে। সংবাদ বিজ্ঞপ্তি